পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] এবং এই স্থানে গরু চরাচয় ও ইহাকে কাম্পো ভাঙ্কিনে বা সেকালের মাঠ নাম দিয়া প্রাচীন রোমের গৌরব রক্ষা করে । অষ্টায়গণ বিগত শতাব্দীতে ফোরামের পুনরুদ্ধার করে এবং বৰ্ত্তমানে ইহা আবার মাটির তলা হইতে নিজের ক্ষতবিক্ষত্ত দেহ লইয়া উঠিয়৷ দাড়াইয়াছে। চিত্রে ফোরামের দৃশ্বের একাংশ দেখা যাইতেছে । রাস্তাটি ক্যাপিটোলের পাদমূল দিয় গিয়াছে । সম্মুখে পুরাতন শনি-মন্দিরের ভগ্নাবশেষ আটটি স্তম্ভ । তাহার বামে সেপ্টিমিয়াস সেভেরাসের বিজয়-তোরণ। দূরে চিত্রের দক্ষিণে কলোসিয়ামের ভগ্নারশেধ । শনি-মন্দির ও কলোসিয়ামের মধ্যের সমতল স্থলেই পুরাতন ফোরাম । কলেসিয়ামের বিরাটত্ব ভাষায় বর্ণনা করা যায় ন! । মরনাপন্ন গল-কাপিটোলাইন মিউজিয়ামে রক্ষিত । ンやが。 ফোরামের দৃষ্ঠা পৃথিবীতে ইহা অপেক্ষ বৃহত্তর থিয়েটার বা সাধারণের আমোদের স্থান আর কখনও নিৰ্ম্মিত হয় নাই । ইহার পরিধি এক মাইলের একতৃতীয়াংশ । ইহা ঠিক গোলাকৃতি নহে। ইহার বৃহত্তম ব্যাস ২০৫ গজ ও ক্ষুদ্রতম ব্যাস ১৭০ গজ । উচ্চে ইহা ১৫৮ ফিট । মধ্যে একটি প্রায় গোলাকৃতি স্থলে ক্রীড়ার স্থান এবং তাহা বেষ্টন করিয়া স্তরে স্তরে সিড়ির ন্যায় বসিবার স্তান । সৰ্ব্বসমেত কলোসিয়ামে প্রায় অৰ্দ্ধ লক্ষ লোক বসিয়া ক্রীড়া দেপিতে পারিত। এইথানে শতশত গ্লাডিয়েটার পরস্পরের সহিত ও বন্য জন্তুর সহিত যুদ্ধ করিয়া রোমানগণের চিত্তবিনো দনের জন্য প্রাণ দিয়াছে । ক্ষীণ চন্দ্রালোকে কলো সিয়ামের ক্রীড়াক্ষেত্রের একখণ্ড ভগ্ন + প্রেস্তরের উপর 1 বসিয়া এই