পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՀՆ প্রবাসী—বৈশাখ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড বর্তমানে তাহ বেশী পরিমাণে বা সম্পূর্ণরূপে সত্য নহে। এখনও ফিরিঙ্গীর ভাবিয়া থাকে, যে, তাহাদের ভারতবর্যের উপর ভারত-সন্তানদিগের অপেক্ষা অধিক দাবী আছে। ইহার মূলে তাহাদের নিজেদের কোন ইতিহাস-সংক্রান্ত ভূল ধারণা থাকিতে পারে,কিন্তু এ ধারণা তাহাদের আছে। বহুকালাবধি অতিরিক্ত আবদার পাইয়া আসিলে যেমন ছেলেদের ন্যায্য অধিকার কি তাহা বুঝান শক্ত হইয় উঠে, ফিরিঙ্গী ও ভারতের ইংরেজ অধিবাসীদিগকেও সেইরূপ তাহাদের যথার্থ স্থান নির্দেশ করিয়া দেওয়া শক্ত হইবে । অ মন্দির ও মসজিদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা সম্প্রতি দাঙ্গ-হাঙ্গামায় যে সব মন্দির ও মসজিদ ভগ্ন বা অশুদ্ধ হইয়াছে, তাহার পুনঃ প্রতিষ্ঠা করিয়া হিন্দু মুসলমানের মধ্যে সম্ভাব স্থাপন জন্য একটি কমিটি গঠিত হইয়াছে। তাহার সভ্যগণের নাম — মান্তবর বর্ধমানের মহারাজাধিরাজ ( প্রেসিডেন্ট ), মহারাজা স্তার প্রদ্যোৎ কুমার; হাজী এ, কে, এ গজনবী এম, এল, সি ; রাজা জানকীনাথ রায় ; বাবু হরিশঙ্কর পাল ; মিঃ জি, ডি, রিলা রায় বন্দ্রীদাস গোয়েঙ্ক বাহাদুর ; রাজা হৃষিকেশ লাহা ; বাবু মৃণালকান্তি বক্স ; ডাক্তার আর আমেদ ; পণ্ডিত স্যামস্বনীর চক্ৰবৰ্ত্তী এবং সামূসজাই বেগম। সেক্রেটারী মিঃ কে, সি, রায় চৌধুরী, ডাক্তার আবদুল্লা হরাবাদী। সাময়িক কোষাধ্যক্ষ, মি: আবদুল রহিম, সি, আই, ই, ৯২ নম্বর রিপন ষ্ট্রীট এবং মিঃ টি, বি, রায় এম, এল, সি, ৬ নম্বর অভয়চরণ মিত্রের ট্রটের ঠিকানায় টাকা পাঠাইতে হইবে। যদি যথেষ্ট অর্থ সংগৃহীত হয় তবে মন্দির প্রভৃতি সংস্কার করিবার পর উদ্ধৃবৃত্ত অর্থ হইতে ক্ষতিগ্রস্তদিগকে সাহায্য করা হইবে। এই সাহায্যে জাতি-ধৰ্ম্ম বিচার করা হইবে না । র্যাহার সত্তাব স্থাপনের পক্ষপাতী উহাদের এই তহবিলে মুক্তছন্তে অর্থ সাহায্য করা উচিত। মহারাজা স্তার প্রদ্যোংকুমার ঠাকুর এই তহবিলে ৫••• টাকা দিয়াছেন। ভারত-সভার চেষ্টা ভারত-সভা দাঙ্গায় আহত ও ক্ষতিগ্রস্ত লোকদিগকে জাতিধৰ্ম্ম নিৰ্ব্বিশেষে সাহায্য করিতে চেষ্টা করিতেছেন। যাহার আহত, লাঞ্ছিত বা ক্ষতিগ্রস্ত হইয়াছেন, উহার অবিলম্বে ९२ नचद्र बहवांखांब्र झेरै ठांद्रष्ठ-नटांब्र मन्मनोनएकब्र निको नकल दिवद्र* यांनाहेरल शtथोफ्रिड अडौकांtब्रव्र दावश कब्र झश्य । निद्रলিখিত ব্যক্তিগণকে লইয়া একটি অনুসন্ধান কমিটী গঠিত হইয়াছে। র্তাহারা সকলো নিকট হইতে লিখিত অথবা মৌখিক সাক্ষ্য গ্রহণ कुप्लिएसन । - BBBBDD BD BBBB DDDBBDD BB BDY BBBDH রায় উকীল, রায় বাহাদুর হৰিখন দত্ত কাউন্সিলর, কৃষ্ণকুমার মিত্র ভারত-সভার সম্পাদক । ভীষণ পৈশাচিক অত্যাচারের অভিযোগ আনন্দবাজার পত্রিকায় ছাপা হইয়াছে— “দামামদিয়া, বাউরনামান এবং গনাইল জুরী, আদামের বড়পেটা জেলার এই তিনখানি গ্রাম মৈমনসিংহ ও পাবনা জেলা হইতে আগত প্রবাসী বাঙ্গালীদের দ্বার অধুষিত ; ইহাদের প্রায় সকলেই মুসলমান কৃষক। দামানদিয়ার নিকটস্থ একটি বিলের মাছ ধরিকার অধিকার লইয়া বাঙ্গালী ও আহমদিগের মধ্যে একটা দাঙ্গা হয়। আহমের সরভোগ পুলিশ ষ্টেশনে নালিশ দায়ের করে। ইহাতে কয়েকজন পুলিশ কৰ্ম্মচারী ১৬জন গুর্থ সিপাহী এবং ৫- জন কনষ্টেবল লইয়। তাহদের সঙ্গে বাঙ্গালী পল্লীতে যায়। গুর্থ ও পুলিশের বাঙ্গালী গ্রামবাসীদিগকে নিৰ্ব্বিগরে মারধর করে এবং প্রায় সমস্ত পুরুষকে গ্রেপ্তার করিয়া একটা জায়গায় তালাবন্ধ করিয়া রাখে ।” - “রাত্রিকালে কতকগুলি গুর্থ ও পুলিশ পল্লীর মধ্যে প্রবেশ করে এবং প্রায় প্রত্যেক বাড়ীতে যাইয়া স্ত্রীলোকদের উপর পাশবিক অত্যাচার করে । প্রায় কোন স্ত্রীলোকই এই অত্যাচারের হীত হইতে মুক্তি পায় নাই ; কস্তার সম্মুখে মাত, বধুর সম্মুখে শাশুড়ী এবং শাশুড়ীর সম্মুখে পুত্রবধু পিশাচের হস্তে ধধিত হয় । স্ত্রীলোকদের উলঙ্গ করিয়া তাহাদের কাপড় কাড়িয়া লওয়া হয়। অত্যাচারের ফলে একজন স্ত্রীলোক রক্তস্রাব হইয়া মারা গিয়াছে।” এই অত্যাচার-কাহিনী সত্য কি না তাহার অনুসন্ধান আসামের জননায়কদের ও সাৰ্ব্বজনিক সভাসমিতিসমূহের অতি শীঘ্র করা উচিত। সংবাদ সত্য হইলে প্রতিকারের যতপ্রকার উপায় আছে সমুদয়ই অবলম্বন করা কৰ্ত্তব্য। এরূপ অত্যাচার ষে আমাদের দেশে স্বদেশী লোকদের দ্বারাও হওয়া অসম্ভব নহে এবং তাহ সহ করিবার মত অসহায়তা ও ভীরুতাও যে আমাদের দেশে আছে, ইহা ঘোরতর লজ্জা ও অপমানের বিষয়। এরূপ ঘটনা অসম্ভব করিয়া তুলিবার জাতীয় চেষ্টা ও সাধনা কে করিবে ? পুরুষ ও নারী উভয়কেই এই সাধনায় রত হইতে হইবে। মাদারীপুরে ঘূর্ণিবাত্য মাদারীপুর মহকুমার অনেকগুলি গ্রাম ঝড়ে বিধ্বস্ত হইয়াছে। ৬০ জনের অধিক লোক মারা পড়িয়াছে, এবং অনেক শত লোক আহত হইয়াছে। প্রায় এক