পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] ঘটক যে গিয়াছিল সে ঘটক সাজিয়। স্বায়ু নাই ; যেন নিতান্তই থোস-গল্প করিতে গিয়া কথাট। বলিয়া বসিয়াছিল । হরিসাধন খুব নিরাশ হুইবার কারণ দেখিলেন না । ইতিমধ্যে আর একটা সুযোগ জুটিয়া গেল। কোথাকার মেয়েযজ্ঞিতে সহরে আসিয়া স্থষ্টিধরের বিধবা শ্যালিকা ময়নাকে দেখিয়া পছন্দ করিয়া ফেলিলেন । অবশ্য ময়নাকে তাহার চপের সামনে আনিয় ফেলায় এবং তাহার রূপের • রিফ করায় যে আর কাহারও হাত ছিল না একথা বলা যায় ন! ! যাহাই হোক বিধবা শু্যালিকা সৃষ্টিধরের কাছে কথা তুলিলেন, মেয়েটিকে তাহার বোনপো-বেী করিতে সাধ হয় । স্ত্রীর মৃত্যুর পর স্মৃষ্টিপর তালিকার কপায় ওঠেন বসেন । তাহার বিবাহ করিবার বয়স যায় নাই, কিন্তু ছেলেমেয়ের সংমা আনিয় দিলে শালিকা পাছে দুমুত্তি ধারণ করেন এই ভয়ে নাকি তাহার দ্বিতীয় আছে কি না । ব{ বিবাহ করাই হয় নাই । অনেক সূত্বে ও কষ্টে উদ্যোগপৰ্ব্ব সমাপন করিয়া এইবার হারসাধন দাদাকে দিয়া কথাট। তোলাইবার সব ঠিক করিয়া ফেলিয়াছিলেন। স্থষ্টিধর্মের ছেলে লেখাপড় করে নাই । ষ্টি ধরের নিজের ও নানা কারণে স্বনাম সেরপুরের প্রাচীন মূৰ্ত্তি ՀԳd: নাই বলিয়। দাদা প্রথমে আপত্তি করিয়াছিলেন ; কিন্তু হরিসাধন নাছোড়বান্দা, বড় লোকের ছেলে নাই বা করিল লেখাপড় । আর বাপের দুনাম, আমন ত অনেক লোকের থাকে । অল্প বয়সে বিপত্নীক হইয়াছে, তাহার বিচার অত কড়া করিলে চলেন । দৈবক্রমে ধাঙ্গদের স্ত্রী মরে নাই, তাহারা না হয় নাম রাখিয়া চলিতেছে ; কিন্তু আমন অবস্থার পড়িলে কে কি করিত কিছু বলা যায় না। প্রাতার যুক্তিতে হরিকেশব মোটেই খুদী ইষ্টলেন না, কিন্তু পাছে সাধন মনে করে সে তিনি ময়নার ঐশ্বয লাভে বাধা দিতে চাহিতেছেন তাই তিনি হষ্টিধরের কাছে কথা তুলিতে রাজি গুইলেন । ঠিক এমনই সময় গেীর কপাল ভাঙিল। মুখুজ্যে বাড়ীর কুল-প্রদীপ নিভিয় গেল। হরিকেশবের আশা ছিল এই ছেলেটি সে বাড়ীতে প্রথম লক্ষ্মী-সরস্বতীর বিবাদ ভঞ্জন করিবে, পুরাতন বংশের থোপে পোপে সঞ্চিত যত কলুষ ও আবজন হয়ত ক্ৰমে দূর করিবে । কিন্তু সে আশা অকালে ভাঙিয়া গেল। হরিসাধন অগত্যা কিছু দিনের জন্য নীরব হইতে বাধ্য হইলেন । ক্রমশঃ সেরপুরের প্রাচীন মূৰ্ত্তি শ্ৰী হরগোপাল দাস কুণ্ডু সেরপুরের ইতিহাসে কয়েকটি প্রাচীন মূৰ্বির প্রতিকৃতি দিয়াছি, উহাদের স্বরূপ ঠিকমত নির্ণীত হয় নাই। অদ্য সরপুরের আরও কয়েকটি প্রাচীন মূর্টির প্রতিকৃতি মূদ্রিত হইল । প্রথমোক্তটি দশভূজ চতুৰ্ম্ম,প ( চতুৰ্ম্মথের একমুখ পশ্চাতে ) শস্ত্রপাণি, মুদ্র এবং আসনসংযুক্ত । মস্তক জগ-মুকুট-শোভিত । পদ্মাসনের নীচে একটি বৃষ অঙ্কিত দেখা যায়। এসকল লক্ষণ দ্বারা মূর্তিটিকে শিবের প্রকারভেদ বলিয়। মনে হয় । মূর্তিটি স্বপুর জগন্নাথ-বাড়ীতে প্রাপ্ত । পিত্তলের মূৰ্ত্তি দীর্ঘ ৬ইঞ্চি, প্রস্তে ৩ইঞ্চি পরিমাণ । শিব—যাঙ্গতে সমস্ত মঙ্গ। বিদ্যমান আছে, তিনি শিব, অথবা যিনি সকল অশুভ খণ্ডন করেন, তিনিই শিব, বা যাহাতে অণিমাদি অষ্ট ঐশ্বৰ্য্য অবস্থিত, তিনিই শিব । ( ভরত ) পৰ্য্যায়—শস্তু, ঈশ, পশুপতি, শূলী, মহেশ্বর, ঈশ্বর,