পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

# কথা স্বীকার করিতে হয়। এখানে ২য় সংখ্যা ] ছেলেদের পাততাড়ি — ছাতার মতো পাখা లిసిసి হরিণের লড়াই পাঠ, কল্পনায় তাহা পোষাইয়া লইয়াছে। সে ছয় বৎসর হইতে কাচি দিয়া ছবি তৈয়ারী করিতে স্বরু করে। ১৪ বৎসর বয়সে একটি হাসপাতালে তাহার এই প্রতিভা সাধারণের গোচর হয় ও দলে দলে লোকে তাহাকে ও তাহার ছবি দেখিতে আসে। সে এখন এই কাজ করিয়া যথেষ্ট উপার্জন করিতেছে। জীবজন্তুই হইতেছে তাহার ছবির বিষয় ও তাহদের সে এমন নিখুঁত ভাবে অঙ্কিত করিয়াছে যে, সকলে চমৎকৃত হইয়াছে ; অথচ ইহার পাণক জানোয়ারই সে চোখে দেখে নাই। ইহার নীচের অর্থ একেবারে পক্ষাঘাতগ্রস্ত তবু এই প্রতিভাশালী বণিকের মুখে কেহ কোনো দিন ব্যথার চিহ্ন দেখে নাই । ছবিগুলি দেখিলেই এই বালকের অলৌকিক প্রতিভার હ છે. অঙ্কিত কয়েকটি ছবির প্রতিলিপি দেওয়া टैट्ञ ! বালকের ও ' ছাতার মতে পার্থী মপ্য ও দক্ষিণ আমেরিকায় একরকম ইহাদিগকে ঠিক খোলা ছাতার মতে দেপায় । মাথায় প্রচুর পালক । ইহাদিগের গলা হইতে নীচের দিকে একটি উপাঙ্গ ঝুলিয়া গিয়াছে, অর্থাৎ লাঠির মতো একটি লম্বা মাংস নামিয়া গিয়াছে, ঠিক যেন বটের শিকড় ঝুলিতেছে ; এইটি ছাতার বাট, আর পাপীর মাথাটি যেন ছাত। ইহারা মাথার পালক মাঝে মাঝে উড়াইয়। দেয় । তখন সুন্দর দেখায়। গ্ৰী পক্ষীর গায়ে এত পাপক থাকে না ও তাহার গলার উপাঙ্গ কিছু ছোট হয় । ইহার গভীর জঙ্গলে বাস করে । সেইজন্য ইঙ্গদিগকে পরিয়া আন কষ্টকর। ইহাদের গলার আঞ্চয়াজ ভেপুর আওয়াজের মতন। ইহার যখন ডাকে তখন ইহাদের উপাঙ্গে রণিত হইয়া শব্দ আরো গভীর হয়। ইহাদের কাহারো কাহারে গলার ডাটার চামড়া লাল ও হলুদে পাখী আছে, ইহাদের রঙের