পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 e 8 প্রবাসী—আষাঢ়, অলস হাওয়া অভ্যাধেক জেগে জেগে গগনপ.ট কী ছেলেথেল৷ খেলায় মেঘে মেঘে । কমল-কলি বুলায় বুকে কোমল কচি মুটি, পরাণে মনে নিখিলে জেগে উঠি ॥ ( R ) নূপুর বেজে ধায় রিনিরিনি, আমার মন কয়, চিনি চিনি । গন্ধ রেখে যায় মধুবায়ে মাধবী বিতানের ছায়ে ছায়ে, পরণী শিহরায় পায়ে পায়ে— কলসে কঙ্কণে কিনি কিনি, আমার মন কয়, চিনি চিনি ॥ পারুল শুধাইল, “কে তুমি গো, অজান কাননের মায়ামৃগ ।” কামিনী ফুলকুল বরষিছে, পবনে এলোচল পরশিছে, আঁধারে তারাগুলি হরষিছে, ঝিল্লী ঝনকিছে ঝিনি ঝিনি, আমার মন কয়, চিনি চিনি ॥ فيغو صعصعصص ( e.) তুমি কি এসেছ মোর দ্বারে খুজিতে আমার আপনারে ? IVම් [ ২৬শ ভাগ, ১ম খণ্ড তোমারি যে ডাকে কুসুম গোপন হ’তে বাহিরায় নগ্ন শাথে শাপে, সেই ডাকে ডাকো আজি তারে | তোমারি সে ডাকে বাধা ভোলে, খামল গোপন প্রাণ ধূলি-অবগুণ্ঠন খোলে । সে ডাকে তোমারি সহসা নবীন উষ আসে হাতে আলোকের ঝারি, দেয় সাড়া ঘন অন্ধকারে | --- تـاسعـــ - ســ -سا- نبع ( 8 ) জানি, তোমার অজানা নাহি গে| কি আছে আমার মনে । অ।মি গোপন করিতে চাহি গে], ধরা পড়ে দুনয়নে । কী বলিতে পাছে কী বলি তাই দূরে চলে যাই কেবলি, পথপাশে দিন বাহি গো, দেখে যাও আ থি-কোণে কী আছে আমার মনে ॥ চির তিমির নিশীথ গহনে আছে মোর পূজা-বেদী ; তুমি চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি । বিজন দিবস রাতিয়া কাটে ধেয়ানের মালা গাখিয়া, আনমনে গান গাহি গো ; শুনে যাও ধনে খনে কি আছে আমার মনে ॥ .