পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] প্রমাণস্বরূপ এখনই সাধন ও শিবপ্রসাদকে বড় বড় চেক লিথিয়া দিতেছেন । তার পর সঙ্কুচিতভাবে মাকে প্রণাম করিয়া “মা, এর ত সকলেই রইল তোমার কাছে” বলিয়া তাড়াতাড়ি সবার আগে গাড়ীতে চড়িয়া বসিলেন। তরঙ্গিণী প্রণামাদি সারিয়া শঙ্করকে বুকের ভিতর চাপিয়া ধরিয়া উচ্ছ্বসিত আবেগে কাদিয়া উঠিলেন । দেখিয়া গৌরীও র্কাদিয়া ফেলিল। শঙ্করের উদগত অশ্রু গণ্ড বাহিয়া ঝরিয়া পড়িল, পুরুষোচিত গাম্ভীৰ্য্যটা শেষ পৰ্য্যন্ত সে আর রক্ষা করিতে পারিল না । হরিকেশব মুখ ফিরাইয়া লইলেন। কানে শব্দ আসিল, খোকা চীৎকার করিয়া বলিতেছে, “ম, থাম্ম যাব, গগ যাব।” ক্রেস্তিনোয় পাহাড় দেখা Yo@ዓዓሉ সমস্ত ঘরসংসার চোখে যেন ঝাপ সা ঠেকিতেছিল। ব। হাতখানা কেমন যেন কঁপিয়া কঁাপিয়া উঠিল । ছায়ার মত ঘর দ্বার চোখের সাম্নে মিলাইয়া গেল। কি একটা আশঙ্কায় মনটা যেন কাদিয়া উঠিল। বুকের ভিতর শূন্তত ঘুরিয়া ঘুরিয়া ফিরিতে লাগিল। কি যেন চিরতরে হারাইয় গেল । হরিকেশবের মনে হইল “আর কি এ গৃহে সকলের মাঝে ফিরিব না, না, আর কিছু ? গৌরীকে কি হারাইয়া আসিব ?” তিনি আর ভাবিতে পারিলেন न । ( ক্রমশ: ) ত্ৰেন্তিনোয় পাহাড় দেখা শ্ৰী বিনয়কুমাব সরকার ( : ) সুগানা উপত্যকায় আসিয়াছিলাম রেলে,—ত্রেস্তো হইতে পূৰ্ব্বদিকে। লেহিৰক পৰ্য্যন্ত বিশ পচিশ মাইলে চড়াই উঠিতে হইয়াছিল মাত্র প্রায় নয় শ ফিট । সেই পথই আবার দেখিলাম থোলা অটোমোবিলে। এই দেখা আর রেলে দেখায় আকাশ-পাতাল পার্থক্য । মাথাটা যতক্ষণ পৰ্য্যন্ত স্বাধীনভাবে আসমানের তলে খাড় হইতে না পায় ততক্ষণ পৰ্য্যন্ত ধরাতলের সম্পদ প্রায় অনধিকৃত থাকে । আবার পায়দলেও সেই সুগান “তালের’ উঠানামার সঙ্গে উঠিলাম নামিলাম। এই উৎরাই চড়াইয়ের কিন্মং লাখ টাকা। প্রকৃতির গতি-বিধির সঙ্গে মাংসপেশীর যোগাযোগ যেই হইল তখনই বুঝিলাম দুনিয়াখানা একটা বিপুল ইমারত। এই বিপুল বস্তুর গড়নবৈচিত্র্যই একসঙ্গে হাজার “গথিক” গির্জা আর “গোপুরম পয়দা করিয়াছে। মুগানা তালের কোথাও কোথাও নোন-উপত্যকার বিরাট উচ্ছ স্থলতাই বিরাজ করিতেছে। পাহাড়গুলাকে দুর্গ বলিব কি দুর্গগুলাকে পাহাড় বলিব সমঝিতে পারিতেছি না। দুর্গে আর পাহাড়ে এখানে বিলকুল “প্রকৃতি-পুরুষের” সংযোগ। চিহেৎ-সোনায় পাহাড়ের গা দেখিয়া কার সাধ্য বুঝে যে, এ একটা কেল্লার দে ওয়াল । বিপজ্জনক পথে কোথায়ও ঝরণার বা দরিয়ার তেজ স্পশ করিতেছে । সঙ্গী সেখানে গলায় ঘণ্টাওয়াল। ছাগলের দল। ঝোপে ঝোপে হয় লাল ‘পপি’ কিম্বা “জিরানিয়াম” ফুলগুল অথবা নীলাভ হলদে “প্লাম” ফুলের গোছ পাৰ্ব্বত্য তাওবে স্বযমা ছড়াইতেছে। পাহাড় দেখার সাধ মিটাইতেছি । নীচের দিকে পাইন-বন যদিও বিরল,-কিন্তু লিণ্ডেন বা কাষ্ঠানিয়েন গাছের শাখায় শাখায় পার্থীর বৈকালী গান কানে পশিতেছে। লেহিবকোর নিকট বিয়াজিয়ে পাহাড়টায়