পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] জগদীশচন্দ্র বস্থর পঞ্জাবলী Գ2:Տ করিবার জন্য আসিয়াছিলাম, আপনি কিছু করিলেন না, “I do not want to have anything more to do with it.” লেকৃচ্যারের পর আবার লিখিয় ছেন, “I বন্ধু, আমি যেন এই commercial spirit হইতে উদ্ধার পাইতে পারি। একবার ইহার মধ্যে পড়িলে আর উদ্ধার নাই । একটা কথা লিখিতে ভুলিয়া গিয়াছি। আমার Experiment এত অদ্ভুত, যে, স্বচক্ষে না দেখিলে কেহ বিশ্বাস করিত না । Experiment Cfos qfite অবিশ্বাস দূর হইয়াছে, তথাপি আমার বক্তৃতার পর gega fazjits Electrician, Mr. Swinton, 5fkt: বন্ধুবৰ্গকে বলতেছিলেন, “This is beyond science, this is Esoteric Buddhism.” আমি যে quotation বলিয়াছিলাম, তাহাতেও কাহার কাহার এই সংস্কার বদ্ধমূল হইয়াছে। এখন বলত কি করি ? Wish British Association a qo afotfolio, তখন লোকে বিশ্বাস কি অবিশ্বাস করিবে, স্থির করিতে পারে নাই । এখন যখন সম্পূর্ণ নূতন method দ্বারা সেই বিষয় নূতন প্রকারে প্রতিপালন করিলাম, তখন লোকে মনে করিতেছে “ভৌতিক ব্যাপার।” এfবষয় প্রচার করিতে অনেক সময় লাগিবে ; তবে Sir M. Foster goa Royal Societyo communicate করিয়াছেন, তখন সেইদিন আরও সমালোচনা হইবে। Society, with Medical want to serve again.” something

  • Rosa Physiological Association, ইত্যাদি অনেক স্থানে বলিতে হইবে । ভূতের শ্রাদ্ধ করিতে যাইয়া আমার পঞ্চভূত যে বিভিন্ন ভূতে আশ্রয় গ্রহণ করিবে তাহার সন্দেহ নাই ।

যদি আমার এদেশে অধিক দিন থাকা আবশ্যক মনে কর তবে তোমাকে আসিতে হইবে । লোকেন যে কবি হইয়াছে। বেশ লিথিয়াছে। উহাকে এখন শৃঙ্খলাবদ্ধ না করিলে কখন কি করিয়৷ ফেলে বলা যায় না । বন্ধুজায়াকে আমাদের দুজনের সাদর অভিবাদন জানাইবে। মীরাকে সকল প্রকার গৃহকাৰ্য্যে স্বশিক্ষিতা করাইতে বলিবে । তোমার বন্ধুজায়ার বিশেষ পছন্দ হইয়াছে । তোমার * শ্রীজগদীশচন্দ্র বসু ( २२ ) লগুন >8。心。》冷s》。 বন্ধু, তোমার কন্যার শুভবিবাহে উপস্থিত থাকিতে মা পারিয়া দুঃখিত হইলাম। আমাদের বহু আশীৰ্ব্বাদ জানাইবে । একখানা পুস্তক পাঠাই, তোমার কন্যাকে দিবে। সময় হইলে তুমিও পড়িও । ● কি শক্তিবলে Joan of Arc এরূপ অসম্ভবকে সম্ভব করিতে পারিয়াছিলেন ? আগামী বারে দীর্ঘ পত্র লিখিব । তোমার পত্রের আশায় রহিলাম। তোমার জগদীশ ( و (یا ) লণ্ডন ৬ই জুলাই ১৯৯১ বন্ধু, তোমার পত্র ও কবিতা পাইয়া আমি কিরূপ উৎ সাহিত হইয়াছি, তাহা জানাইতে পারি না। তুমি কি জান যে, এই বিদেশে থাকিয়, দিন রাত্রি পরিশ্রম করিয়া আমার মন কিরূপ অবসন্ন ও শুষ্ক হইয়া গিয়াছে ? সম্মুখে অজ্ঞাতরাজ্য, আমি একাকী পথ খুজিয়া একান্ত ক্লাস্ত, কখনও একটু আলোক পাই তাহারই সন্ধানে চলিতেছি। তোমার স্বরে আমি ক্ষীণ মাতৃম্বর শুনিতে পাই—সেই মাতৃদেবী ব্যতীত আমার আর কি উপাস্য আছে ? তাহার বরেই আমি বল পাই আমার আর কে আছে ? তোমাদের স্নেহে আমার অবসন্নত চলিয়। যায়, তোময়। আমার উৎসাহে উৎসাহিত, তোমাদের বলে আমি বলীয়ান। তোমাদের আশাতে আমি আশাস্থিত। আমি আর নিজের সুখ-দুঃখের কথা ভাবিব না ; কি করিতে