পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- আণশ্বিন “আপনি ঘরে একটু বক্ষন, আমি এখনি যাচ্ছি।” লোকটিকে পরীক্ষা করে ডাক্তার চ্যাটাঙ্গী জিজ্ঞেস করলেন, “আপনি কি এদিকেই থাকেন ?” “ন, সম্প্রতি এসেছি।” “থাকেন কোথায় ?” “কলকাতায় ?” “দেখুন আপনাকে সব কথা স্পষ্ট ক'রে বলাই ভাল । অনেক আগেই আপনার চিকিৎসা করানো উচিত ছিল । যথেষ্ট সময় নষ্ট করেছেন, আর দেরি করবেন না। কলকাতায় যান ; সেখানে ছাড়া আর কোথাও বোধ হয় এ ‘কেস’ নিতে পারবে না।” একটা ওষুধ দিচ্ছি, ট্রেনে ব্যবহার করবেন, কষ্টট একটু কম থাকবে । কিন্তু এক দিনও দেরি করবেন না । “অন্ধ হ’য়ে ষাব না কি ?” “ন, না কি বলছেন । কলকাতায় যান, ভাল ক’রে চিকিৎসা করান, ভাল হয়ে যাবেন। এখানে আমরা ব্যবসাই করি, সব কিছু ত জোগাড় নেই।” “এখান থেকে পোষ্ট আপিস কত দূরে " “কেন ? আপনার কিছু দরকার আছে ?” *একটা টেলিগ্রাম করতে চাই...” “বেশ ত, আপনি লিখে দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি বলুন আমি লিখে দিচ্ছি।” “শুধু শুধু আপনাকে কষ্ট দিচ্ছি।” "আপনি এক জন বাঙালীর কাছে কি এটুকুও আশা করেন না ? বলুন কি লিখব ?” "•••শরৎ রায়,••••••অপার সাকুলার রোড-” বাধা দিয়ে ডাক্তার চ্যাটাজী বললেন, “শরৎ আপনার কেউ झम्न ?' “শরংকে চেনেন নাকি ?” “নিশ্চয় । আগে ছিলাম শুধু বন্ধু, এখন হয়েছি ভায়রাভাই—গ্রাম-সম্পর্কে আর কি !" “ঠিক বুঝলাম না।” “তার শ্বশুরবাড়ীর পাশেই আমার এক শালার বাড়ী কিনা তাই বললাম।” “কাদের বাড়ী বলুন ত ” بغي ষার লাগি তোর... Եան Ֆ “কেন ? আপনি ওখানে কাউকে চেনেন নাকি ? চেনাই ত সম্ভব ! অশোকবাবু-” “ও ! আপনার সঙ্গে পরিচিত হয়ে স্বর্থী হলাম ; আচ্ছা নমস্কার ।” চোথ থেকে চশমাটা খুলতে খুলতে ডাক্তার চ্যাটাঙ্গী বললেন, “সে কি ? এখন কোথায় যাবেন ? ট্রেন•••" র্তাকে কথা শেষ করতে না দিয়ে সিতাংশু বললে, “আপনিই সেদিন আমায় সাধুর কাছে নিয়ে গিয়েছিলেন না ।" يخه “সেদিন একজনকে নিয়ে গিয়েছিলাম বটে, কিন্তু সে কি আপনি ?” চেয়ার ছেড়ে উঠে দাড়িয়ে সিতাংশু বললে, “মশায়ের কি ডাক্তারীর সঙ্গে অন্য ব্যবসাও চলে নাকি ?” “তার মানে ?" “মানে বুঝিয়ে দেবে পুলিস, আমি নই।” “আপনি আমার বাড়ীতে বসে আমায় অপমান করছেন কোন অধিকারে ?” в “একটা জোচ্চোরকে সাধু সাজিয়ে তার কাছে আমায় নিয়ে গিয়েছিলেন কোন অধিকারে ?” “স্বামী জটিলানন্দ জোচ্চোর ?” “না 7 বাড়ীটা জোর করে নিজের নামে লিখিয়ে নিলে ।”

  • ও আপনি না দিলেই ত পারতেন । আমি ত আর দিতে বলি নি ? বাড়ী দিয়েছেন তা কি হয়েছে ? চাইলেই তিনি দিয়ে দেবেন।”
  • হঁ। দেবে ! কোথায় পালিয়েছে...” “স্বামীজী কি তাহলে চলে গেছেন ?” “ই গেছেন ! কোথায় যান দেখছি---”

“আপনি তো সংসার ত্যাগ করে এসেছেন । বাড়ীট যদি জোচ্চোরেই নেয়--" "চুপ করুন মশাই, জালাবেন না ।" সিতাংশু দ্বর থেকে চলে যাচ্ছে দেখে ডাক্তার চ্যাটাজি বললেন, “বেশ লোক ত? আপনার নামটা বলুন ? ওষুধ দিলাম, খাতায় লিখতে হবে ত, আর দামটী---”