পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'\\ు প্রবাসী – জ্যৈষ্ঠ, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড বাড়িয়া গিয়াছে। ফিটস্জিরাল্ড ই ( Fitzerald ) সৰ্ব্বপ্রথমে ১৮৫৯ ঈশান্ধে থৈয়ামকে কবি বলিয়া ইউরোপ ও আমেরিকাতে প্রসিদ্ধ করিয়াছেন । যে কবিতাগুলি বহু কাল খৈয়ামের রচিত বলিয়া প্রচলিত ছিল, তাহার মধ্যে অনেকগুলি আজকালকার অনুসন্ধানে অন্ত লোকের উক্তির সংগ্রহে পাওয়া গিয়াছে, অতএব এখন ঐগুলিকে সন্দেহাত্মক বলা হয় । কোনগুলি খৈয়ামের রচনা নিশ্চয়রূপে বলা অসম্ভব। রুবাঈতে ভণিত দিবাব নিয়ম নাই। খৈয়ামের জীবিতাবস্থায় তিনি স্বয়ং অথবা অন্য কেহ তাহার রচনা সংগ্রহ করে নাই, অথবা কারবার উপযুক্ত বিবেচনা করে নাই। এখন কেবল ভাষা অথবা ভাব দেখিয়া বিচার করা নিরাপদ নহে। তাহার এক রুবাঈ হইতে বোধ হয় তিনি স্বরাপান করিতেন ও সে কথা লুকাইতেন না – “লোকে বলে আমি স্বরী-পায়ী-ই আমি তাহাই। লোকে বলে আমি উন্মত্ত মাতাল-ই আমি তাই ॥ আমি যদি স্বফা হই, মসজীদগামা হই, বিধৰ্ম্মী হই বা নিরীশ্বর হই। ঈশ্বর জানেন ও আমি জানি, আমি যাহা আছি তাহাই ॥” হার সকল রুবাঈ সম্বন্ধেই বলা যাইতে পারে যে, নিশ্চয়রূপে কিছুই জানা নাই তবে তাহার রচিত বলিয়াই এগুলি প্রসিদ্ধ। র্তাহার নানা প্রকার উক্তি ( যাহা থৈয়ামের রচিত বলিয়ু প্রচলিত ) এখানে লেখা হইল, এখন পাঠক মহাশয়ের স্বয়ং বিচার করিয়া বলুন তিনি কি ছিলেন। তিনি স্বয়ং ত বলিয়া গিয়াছেন মন দানম্ ব ও, চুনা কি হস্তম্ হস্তম্। আমি জানি ও ঈশ্বর জানেন, আমি ঘে-প্রকার আছি, তাহাই আছি ॥ পাদ পদ্যের অনুবাদগুলি যতদূর সম্ভৰ এক-একটি শব্দ ধরিয়া jiteral कब्र श्रेंद्राश्, cकदण छांत अंश्न कब्र हम नरें । শ্ৰীঅমৃতলাল শীল । ] পরভৃতিক ঐ সীতা দেবী (*) রাজধানীতে সবে বসন্তের হাওয়া দিতে সুরু করিয়াছে। খাটি সহরের মধ্যে অবশু ঋতু-রাজের আবির্ভাবের চিহ্ন বিশেব দেখা যায় না ; কিন্তু ভবানীপুর,বালিগঞ্জ প্রভৃতির মাঠ, ঘাট, পথের ধারের গাছে পাতায় তাহার রঙ্গীন উত্তরীয় ক্ষণে ক্ষণে বাতাসে ঝিলিকৃ হানিয়া যাইতেছে। শীতকালের সদ্ধার অসহনীয় ধোয়ার যবনিকা খানিকটl অন্ততঃ সরিয়া যাওয়াতে আবালবৃদ্ধ-বনিত যেন হাফ ছাড়িয়া বঁচিল । এখন তবু নি:শ্বাস লইয়ু প্রাণ একটু জুড়ায় ; নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আধ সের করিয়া কয়লার গুড়া ত ফুসফুসের ভিতর টানিয়া লইতে হয় না। বাড়ীখানি মাঝারি গোছের । ভবানীপুরের নিরাল এক পথের উপরেই। রাস্তার ওপারে একসার কৃষ্ণচুড়া ও বলরামচুড গাছ, তাহাতে রঙের আগুন ধরিয়া গিয়াছে । অল্পদুরে ছোট একটি পুকুর, কয়েকট। হাম তাহার জলে খুব ব্যস্ত ভাবে ডুব মারিয়া মারিয়া কিসের যেন সদ্ধান করিতেছে। পথটায় পথিকের সংখ্যা বিশেষ অধিক নয়। গাড়ী বা মোটর অনেক পরে পরে এক একখান চোখে পড়ে। বাড়ীর ছাদের উপর দুইটি যুবতী দাড়াইয়। একটির বয়স বছর বাইশ তেইশ হইবে, সীমস্তে চওড়া সিঙ্গুরের রেখা, গৌরবর্ণ কপালেও মন্ত বড় একটি লিঙ্গুরের দীপ,