পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২০ প্রবাসী-শ্রাবণ, ১৩৩৪ [ २१* छां★, »म थ९ অতএব মহিলার ন’ মাসে ছ’ মাসে যদি কোথাও কিছু দেখতে শুনিতে যাইবার একটু সুযোগ পান, সে ক্ষেত্রে উাহাদিগকে পুরুষদের চেয়ে অধিক সুবিধা দিলে বা সমান সুবিধা দিলে খুব বেশী পক্ষপাতিত্ব দেখান হইবে, বা তাহাদিগকে প্রশ্রয় দেওয়া হইবে, মনে হয় না। যাহন্তে মেয়েদের দেখিবার শুনিবার সুবিধা হয়, মফঃস্বলের পূৰ্ব্বোক্ত থিয়েটার ঘরগুলির তদ্রপ পরিবর্তন এঞ্জিনীয়ারিং বিদ্যার সাধ্যাতীত নহে । পণ্ডিত ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ পণ্ডিত ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ কলেজের শিক্ষা শেষ করিয়া রসায়নী বিদ্যার অধ্যাপকভ। করিতেন। পরে ঔপন্যাসিক ও নাটককার হয়েন । তাহার অনেক নাটক রঙ্গমঞ্চে বহুদিন ধরিয়া বারবার অভিনীত হইত। তাহার অকালমৃত্যুতে বাংলা সাহিত্যের ক্ষতি হইল। শিক্ষা একরূপ এবং জীবনের প্রধান কাজ অন্তরূপ, বাংলা সাহিত্যক্ষেত্রে এরূপ ব্যাপারের তিনি একমাত্র দৃষ্টান্তস্থল নহেন। স্বৰ্গীয় রামেন্দ্রম্বন্দর ত্রিবেদী কলেজে শিখিয়াছিলেন প্রধানতঃ বিজ্ঞান, এবং জীবনের শেষ বৎসর পর্য্যস্ত রূপায়নীবিদ্যার অধ্যাপকও ছিলেন। কিন্তু তাহার নাম থাকিবে সাহিত্যিক বলিয়া । লালা স্যার গঙ্গারাম লাল স্যার গঙ্গারাম পঞ্জাবের একজন বিখ্যাত লোক । সম্প্রতি বিলাতে র্তাহার মৃত্যু হইয়াছে। সেখানে রাজকীয় কুবি কমিশনের সভ্যরূপে গিয়াছিলেন । র্তাহার অস্ত্যেষ্টিক্রিয় লগুনে হিন্দুমতে হইয়াছে । তিনি বিখ্যাত এঞ্জিনীয়ার ও কৃষিবিৎ ছিলেন। তিনি নানাপ্রকার সৎকাজে বহু লক্ষ টাকা ব্যয় করিয়া গিয়াছেন। তাহার মধ্যে বিধবাদের বিবাহদান ও অন্য নানাপ্রকারে তাহীদের সাহায্য করা প্রধান । লাহোর বিধবাবিবাহ সহায়ক সভার পণ্ডিত দীননাথ সিদ্ধাস্কালঙ্কার ও শ্রীযুক্ত বিনয়কৃষ্ণ সেন র্তাহার সম্বন্ধে বলেন :– “ठिनि 4क्छन क्षि:यधिक झिणन। छिबि श्मूि गर्भाग्छ, বিশেষতঃ বিধব ও অঞ্চ স্ত্রীলোকদিগের উন্নতিকল্পে ৩০ লক্ষ টাকারও অধিক অর্থ দান করিয়া গিয়াছেন। তিনি অনেকগুলি জনহিত্তকর প্রতিষ্ঠান স্থাপন করিয়া গিয়াছেন। তাছার মধ্যে ১৯১৪ খৃষ্টাৰে *द्धिष्ठेिठ णlcशरग्नत्र दिशव-दियांझ्-मश्tब्रक न श्री ५कै ।। 4हे मछांग्न স্বৰ্দ্ধমানে সমগ্র ভারতে প্রায় ৭•• শাখা আছে। হরিদ্বার, মথুরা ও লাহেরে ৩টি বিধবা-অশ্রম আছে। গত ১৬ বৎসরের মধ্যে এই সপ্ত হইতে সিমাজের সর্বশ্রেণীর ১২ হাজারের অধিক বিধবার বিবাহ হইয়ছে। নারাণসী, হরিদ্বার, বৃন্দাবন এবং প্রস্তান্ত তীর্থস্থানে বাঙ্গালী বিধবারের শখ রিগ সে বিষয়ে ঠাখার ব্যক্তিগত প্ৰতিজ্ঞও ছিল। উহাদের দুঃখ দূৰ করিবার উদ্দেন্তে তিনি বাঙ্গলার অনেক খ্যাতনাম cनङाब निकै भजामि निषिद्रांश्णिन । किड़ ॐांहारनद्र निक हरेटङ কোন সাড়া না পাওয়ায় তিনি ১৯২৫ সালে কলিকাতায় লাহোর-সঙ্গর একটি শাখা খুলেন। এই শাখা বাংলার প্রকৃত হিত করিতেছে। গত ডিসেম্বর মাসে রাজকীর কৃষিকমিশনের সদস্তরূপে তিনি যখন এখানে অবস্থান করিতেছিলেন, তখন নবীপের বিধবাদের দুঃখের কথা তাহাকে जांनान श्छ । उीशानमें इ१*ाग्र कश्निौ ७निग्न छब्र गत्रांब्रांप्यब्र হৃদয় আর্দ্র হয় এবং তিনি নবদ্বীপে একটি বিধব-আশ্রম খুলিবার জন্ত প্রতিশ্রুতি দেন। এই মহা দয়া ব্যক্তির স্মৃতি রক্ষার জন্ত আমরা বাঙালী হলুদের নিকট উহাদের বিধবা ভয় ও কস্তাদের দুর্দশ দুর করিতে সামুনয় অনুরোধ করিতেছি।” আমরা সৰ্ব্বাস্ত:করণে করিতেছি । এই অনুরোধের সমর্থন রবীন্দ্রনাথের সম্বৰ্দ্ধনা রবীন্দ্রনাথ যে উদ্দেশ্যে মালয় উপদ্বীপ হ্যাম কাম্বোজ ঘবদ্বীপ ও বলী দ্বীপ যাইতেছেন, তাহ পাঠকেরা অবগত আছেন। এই উপলক্ষ্যে র্তাহার সম্বৰ্দ্ধনারনিমিত্ত কলিকাতা ইউনিভাসিট হন্‌ষ্টিটিউটে বৃহত্তর ভারত পরিষদের উদ্যোগে এক সভার অধিবেশন হয়। বৃহত্তর ভারত পরিষদের ধে কাজ, সেরূপ কাজ করিবার সঙ্কল্প প্রথমে প্তাহারই মনে উদিত হয় –পরিষদের ও ইনষ্টিটিউটের সভার সভাপতি অধ্যাপক যদুনাথ সরকার বলেন, যে, দশ বৎসর পূৰ্ব্বে রবীন্দ্রনাথ তাহাকে এমন একজন শিক্ষিত যুবক ফুটাইয়া দিতে বলিয়াছিলেন ধিীন বৰাপ ও বলীদ্বীপের ভাষা শিখিয়া তথায় ভারতীয় সভ্যতা সম্বন্ধে উপকরণ সংগ্রহ ও তাহার ইতিহাস রচনার সাহায্য করতে পরিবেন। অতএব পরিষদই যে র্তাহার সম্বৰ্দ্ধনার আয়োজন করিয়াছিলেন, ইহ। যথাযোগ্য কাজ হইয়াছিল। অধ্যাপক যদুনাথ সরকার তাহাকে বৃহত্তর ভারতের সহিত ভারতবর্ষের সম্বন্ধ পুনঃস্থাপন কার্ঘ্যে পুরোধ বলিয়াছেন-চীন জাপানে ভ্রমণ করিয়া তিনি এই কাজের স্বত্রপাত আগেই করিয়া দিয়াছেন। রবীন্দ্রনাথ কার্যতঃ যাহা ছিলেন, বৃহত্তরাভারতপরিবদের সভ্যত্ব স্বীকার করিয়া নামেও সেই পুরোধ। পদবী গ্রহণ করিতে রাজী হইয়াছেন। সভারম্ভে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কবির কপালে চলনের ফোটা দিয়া ও মন্তকে ধান্তভূর্ব ছুয়াইয়৷ উহাকে আশীৰ্ব্বাদ করেন ও র্তাহার গলায় মালা পরাইয়া দেন। তাহার পর তিনি একটি স্বম্বর বক্তৃতা করেন । তিনি নীচু গলায় কথা বলতে বৃহৎ হলে তাহার কথা শুনা যায় নাই, সুতরাং কোন কাগজে তাহার বকৃতী बाश्ब्रि झग्न भाई । ठिनि &ांल्लेौन इंडिशन श्हे८ङ ८१धान,