পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] নিঃশ্বাস-প্রশ্বাসে উদয়নের ক্লেশ হুইতেছিল। মৃদুস্বরে কহিলেন, ‘মা, মহামায়া আমাকে ডাকিয়াছেন।” মহাশ্বেত কহিলেন, ‘অমন কথা বলিতে নাই । মহামায়ার আশীৰ্ব্বাদে তুমি আবার সারিয়া উঠিবে।" উদয়নের মুখে অতি ক্ষীণ, অতি মধুর, অতি নিৰ্ম্মল হাসি দেখা দিল । কহিলেন, ‘কাল রাত্রে দেবী স্বপ্নে আমাকে দেখা দিয়াছিলেন। একবার রাজার ক্রোধ হইতে রক্ষা পাইবার জন্য দেবীর মন্দিরে শরণ লইয়াছিলাম। স্বপ্নে দেবী চিরাভয় দিবার নিমিত্ত আমাকে দেবলোকে যাইতে আদেশ করিয়াছেন। আর অধিক বিলম্ব নাই, তোমরা দুই জননী আমাকে আশীৰ্ব্বাদ কর যেন মহামায়ার চরণে আমি মুক্তি লাভ করি।’ উদয়নের মাতা ও মহাশ্বে তা কি বলিবেন । নীরবে অশ্র বিসর্জন করিতে লাগিলেন । কয়েক মুহূর্তের পর উদয়ন কহিলেন, ‘একবার সুজাতা—’ উদয়নের মাতা ও মহাশ্বেতা গৃহের বাহিরে গমন করিলেন । স্বজাত গৃহে প্রবেশ করিয়া শষ্যাপার্শ্বে দাড়াইলেন। উদয়ন কহিলেন, "ব’স ।” রাজরোষ Wసి স্বজাত উদয়নের পাশে বসিলেন। চক্ষের জলে দেখিতে পাইতেছিলেন না। উদয়ন তাহার হস্তের উপর হস্ত রক্ষা করিলেন। স্বজাত দুই হস্তে র্তাহার হস্ত ধারণ করিলেন । উদয়নের কণ্ঠস্বর আরও ক্ষীণ হইয়া আসিতেছিল । কহিলেন, “স্বজাত, মহামায়ার আদেশ, তাহার কাছে আমাকে যাইতে হইবে।” স্বজাত মস্তক নত করিলেন, কথা কহিতে পারিলেন না । তাহার অশ্রু উদয়নের বক্ষে পতিত হইল । উদয়ন কহিলেন, ‘আর আমাদের দেখা হইবে না— ইহলোকে ৷” অশ্রুঞ্জড়িত স্বরে সুজাত কহিলেন, "লোকাস্তরে ” উদয়নের চক্ষে আলোক নির্বাপিত হইয়া আসিতেছিল। কহিলেন ‘বিদায় !" স্থঙ্গাতার মুখ আরও নমিত হইয়া ওষ্ঠাধর উদয়নের जलांt ~हे छहेज । মরণোন্মুখ, মৰ্ম্মরিত বায়ুর ন্যায় উদয়নের শেব নিঃশ্বাসের সহিত কথা আসিল, ‘ছায়ায় । ছায়ায় ? দেবীর করুণা ও মানবীর প্রেম-মমতার ছায়ায় ছায়ায় উদয়ন আনন্দলোকে গমন করিলেন । বিগত কুম্ভমেলায় জনতার পেষণে মৃত ব্যক্তি (৩১শে চৈত্র, ১৩৬৩) [ चैcश्भकया छङदउँछ cनौखरछ