পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীমতী পাৰ্ব্বতী অমঙ্গ বৰ্ত্তমান আমালনের দার্শনিক গবেষণাগারের সদস্য নিৰ্ব্বাচিত হইয়াছেন। এই বিদ্যামন্দিরের তিনি সৰ্ব্বপ্রথম গবেষক ছাত্রী। এলাহাবাদের শ্ৰীযুক্ত তামলাল নেহেরু-দুহিত কুমারী খামকুমারী নেহরু বি-এ ও এম্-এ প্রাথমিক পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করিয়াছিলেন। সম্প্রতি প্রাথমিক এলএল, বি পরীক্ষাতেও তিনি প্রথম হইয়াছেন। প্রকাশ যে, তিনি আইন পরীক্ষায়ু উত্তীর্ণ হুইয়া এলাহাবাদেই আইন ব্যবসা করিবেন । কুমারী নেহেরু কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পরীক্ষায় অঙ্ক শাস্ত্রে ও উর্দ ভাষায় প্রশংসার সহিত পাশ করেন ও শেষ পরীক্ষায় উর্দ ভাষায় বিশেষ পারদর্শিত সহকারে উত্তীর্ণ হন। তারপরে তিনি চিকিৎসক হইবার মানসে এলাহাবাদের “মিযুর সেন্টাল কলেজে ভৰ্ত্তি হন, কিন্তু ১৯১৯ সালে অসহযোগ আন্দোলনে যোগদান কুমারী হামকুমারী নেহেরু করিয়া বিদ্যালয় ত্যাগ করেন। তিনি ১৯২৪ সালে ইণ্টারমিডিয়েট পরীক্ষা দেন ও রমণীদের মধ্যে শীর্ষস্থান অধিকার করিয়া—মাসিক ২-২ টাকা সৰ্বকারী বৃত্তি লাভ করেন। ১৯২৬ সালে বি-এ, পরীক্ষায় সমস্ত পরীক্ষার্থীদের মধ্যে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করিয়া বিশ্ববিদ্যালয় পদক এবং মাসিক ৩০ টাকা সরকারী বৃত্তি পান। তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয় ইউনিয়নের সম্পাদক ও সহকারী-সভাপতি নিৰ্ব্বাচিত হইয়াছিলেন ; এবং প্রবল প্রতিযোগিতা সত্ত্বেও ইহার সভাপতি নির্বাচিত হইয়াছিলেন। মহিলা ছাত্রীদের মধ্যে তিনিই সব্বপ্রথম এই সম্মান পাইয়াছেন । 'ইণ্টার-হোষ্টেল’ তর্ক-সভায় এবং “আল্‌-ইণ্ডিয়া কন্‌ভোsেশন তর্ক-সভায়” তিনি সৰ্ব্বাপেক্ষা স্ববজ্ঞা বলিয়া স্বীকৃত হুইয়াছেন। ভাল বক্তৃতার জন্ত তিনটি পদকও পুরস্কার পাইয়াছেন। এ-দেশী ছাত্রীরা সাধারণত বিজ্ঞান-চর্চার দিকে যায় না । কুমারী শীল রায় সে অপবাদ মুঢ়াইলেন। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক এম এস্-সি পরীক্ষায়