পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩২ প্রবাসী—ভাদে, ১৩৪৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড শ্ৰীমতী অলমেলুমাঙ্গাথা অমল তিনি রসায়ন-বিজ্ঞানে প্রথম শ্রেণীর প্রথম স্থান অধিকার করিয়াছেন । কুমারী শীলা পরলোকগত ভাক্তার পরেশ রঞ্জন রায়ের কন্যা । আফগানিস্তানে সকল বিভাগেই দ্রুত উন্নতি পরিলক্ষিত হইতেছে। সেখানকার নারী-সমাজেও অগ্রসরশীল যুগের এই পরিবর্তনের ঢেউ লাগিয়াছে। আফগান মহিলার প্রায় ঘোমটার সঙ্কোচ কাটাইয়া উঠিয়াছেন। আলীগড় মেইল কাগজে দেখিলাম, সম্প্রতি একদল আফগান যুবক উচ্চশিক্ষার্থ ফ্রান্সে যাত্রা করিয়াছেন। তাহদের ষে আলোক-চিত্র প্রকাশিত হইয়াছে তাহাতে প্রথমেই একটি ক্ষীণাঙ্গী কিশোরীর উপর নজর পড়ে। দেখিব৷ মাত্র মনে হয় যেন কিশোরী ইউরোপের কোন দেশের অধিবাসিনী। তাহার হাতে কায়দা-মাফিক হাত-ব্যাগ ঝুলিতেছে, পোষাক-পরিচ্ছদও ইংরেজ বালিকার মত। শ্ৰীমতী সারদ। দেওয়ান কিন্তু ফটোর নীচে চিত্র-পরিচয় পাঠ করিয়া অবগত হওয়া যায় যে, কিশোরী ছাত্রদলের সহিত বিদ্যাশিক্ষার্থ বিদেশযাত্রা করিয়াছেন। আফগানিস্তানের এই উন্নতির যুগে ভারতের ইসলাম গৌরবী মুসলমানগণ নারী-সমাজকে বোবুখা-পর্দার আড়াল করিতেই ব্যস্ত ! আলীগড় বিশ্ববিদ্যালয়ের বর্তমান বৎসরের প্রবেশিক পরীক্ষায় ৪ জন পরীক্ষার্থী প্রথম বিভাগে পাশ হইয়াছেন। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে ২ জন মুসলমান বালিকা— তাহাদের নাম কুমারী সরওয়াৎ আর বেগম ও কুমারী আমিনা বাটু । কুমারী সরওয়াংএর বয়স মাত্র ১৬ বৎসর। তিনি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছেন। কুমারী আমিনার বয়স মাত্র সাড়ে ১৩ বৎসর। বাংলায় ঢাকার নবাব বাড়ীর কুমারী জুলেখা বাণু