পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লেপ-চিত্রাঙ্কণ শ্ৰী কেদারনাথ চট্টোপাধ্যায় প্রবাদ আছে যে, “কলি, কলম ও মন” এই তিন একত্র হইলে পরে লেখা হয়। চতুর্থ একটি পদার্থ, তাহ ভূৰ্জপত্র বা কাগজ বা ঐরূপ অন্য কিছুই হউক, আধাররূপে যে নিতান্ত প্রয়োজন, সে-বিষয়ে সন্দেহ নাই । সেইরূপ চিত্রাঙ্কণেও কল্পনা, লেখনী বা তুলি, তরল বর্ণ (তুলির সাহায্য বিনা শুষ্ক বর্ণদ্বারাও হয়) ও চিত্রাঙ্কণের আবারস্বরূপ কিছু একটা থাকা চাই । আদিম প্রাগ ঐতিহাসিক ভারতীয় লেপ-চিত্রাঙ্কণ। সিন্ধু প্রদেশ। যুগের মামব তাঙ্গর বাসস্থল বা পৰ্ব্বত-গুহার গাত্রে প্রথমে স্থায়ী চিত্রাঙ্কণ করে। এখনও সেই গৃহ-চিত্রাঙ্কণ প্রথা চলিয়া আদিতেছে। ক্রমে চিত্রাঙ্কণ আরও সাধারণ ব্যাপার হইয় উঠে । তখন যে কোন পদার্থের সমতল ও বর্ণসংযোগউপযোগী গাত্র আছে, সে-সকলষ্ট আধাররূপে গুহীত হয় । ললিতকলার প্রধান উদেগু—বোধ হয় কল্পনা-চক্ষুর পরিতৃপ্তি। যদি কেবল মাত্র ইহাই উদ্দেশ্য হইত, তাহ হইলে চিত্রাঙ্কণে স্থায়িত্বের কোনই প্রয়োজন থাকিত না । কিন্তু কার্যতঃ দেখা যায় যে, ব্যবসায়ের থাতিরেই হউক বা নিজ কার্য্যের নিদর্শন স্থায়ী করিবার জন্ত শিল্পীর ইচ্ছার দরুণই হউক, আধার-ভেদে চিত্রাঙ্কণ (বা অন্য কলা-পদ্ধতির) পদ্ধতি ও উপকরণ-ভেদ হয়। এবং এইরূপ ভেদের উদ্দেশু-—যাহাতে বর্ণ বা আলেখ্যের বিকৃতি বা ক্ষয় সহজে না হয় । মানুষের সংসার ও গৃহস্থালীর আবশ্বকীয় সামগ্ৰী সকলের মধ্যে কাষ্ঠনিৰ্ম্মিত দ্রব্যাদি খুবই প্রচলিত। শয্যাসনরূপ গৃহসজ্জা, সিন্ধুক, পেটিক ইত্যাদি মানবের নিত্যনৈমিত্তিক ব্যবহারের সামগ্রীতে কাঠের ব্যবহার অতিশয় সাধারণ। অতএব সে-সকল সৰ্ব্বদাই দৃষ্টির মধ্যে পড়ে ; এবং সেইজষ্ঠ, বাসগৃহের প্রাচীর যে-কারণে চিত্রিত করা হয়, সেই কারণে প্রত্যেকেরই, রূপরসের অনুভূতির মাত্র অনুসারে, সে-সকলকে অল্পবিক কারুকার্য্য বা অলেখ দ্বারা শোভিত করার চচ্ছা হয় । এই ইচ্ছার ফলে সাধারণ উপায়ে আলেখ্য আলপন ত বিশেষ পদ্ধতিতে ও বিশেষ উপকরণ সাহায্যে লেপ চিত্রাঙ্কণ পৰ্য্যস্ত দারুশিল্পের একটি প্রধান বিভাগের সৃষ্টি হইয়াছে । ইহার আরম্ভ সাধারণ উদ্ভিজ্জ বা খনিজ ব৭ে কাঠগাত্র রঞ্জন, ও চরম উৎকৰ্ষ জাপানী শিল্পীর লেপচিত্রাঙ্কণ । বি এই লেপ-চিত্রাঙ্কণ কি? বেনারসের কাঠের পেলনা, ব্রহ্মদেশের কাঠের কোটা ইত্যাদি অনেকেই দেপিয়াছেন । কাঠের উপর রঙ্গীন গাল বা অষ্ঠ পদার্থের লেপ দ্বারা ঐসকল সামগ্ৰী চিত্রাঙ্কণ ব। আলেখ্য-ভূষিত হইয়া থাকে। ঐ প্রকার কারুকার্যের sin c&i*-foai* (Lacquer work) i বিভিন্ন দেশে নান উপায়ে ও নানা প্রথা অনুসারে ঐ প্রকার কারুকার্য্য হয়। তন্মধ্যে চীন ও জাপানের লেপকারুকার্য সৰ্ব্বাপেক্ষা সুন্দর, জটিল ও বিখ্যাত । যদিও কাঠের স্বাভাবিক শোভা অনেক স্থলে অতি সুন্দর, কিন্তু তাহ বর্ণ হিসাবে অতি সঙ্কীর্ণ সীমার মধ্যে