পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] উপর সাধারণ উপায়ে চিত্রাঙ্কণও সম্ভব নহে। কারণ অধিকাংশ কাঠেরই সকল অংশ সমান ভাবে বর্ণ গ্রহণ করে না এবং কাঠ স্বভাবতই ক্ষয়-প্রবণ । ঐসকল দোষের প্রতীকারের জন্য ভিন্ন ভিন্ন উপায়ে কাঠের উপর লেপ দ্বারা তাহাকে আবরণযুক্ত করা হয় । কাঠগাত্র আবরণে আচ্ছাদিত থাকায় তাহার ক্ষয়প্রাপ্তি হয় না এবং উপযুক্ত উপকরণের সাহাধ্যে যথাযথভাবে স্পেপ্রদান করিলে ঐ আবরণ রন্ধ শৃষ্ঠ ও নিৰ্ম্মল এবং নানা বর্ণে ও ছায়ায় চিত্র বা আলেখ্য অঙ্কনের উপযুক্ত হয় । জাপানী লেপ-চিত্রাঙ্কণ। প্রসিদ্ধ শিল্পী রিটুঙ্গুয়ো কুত । লেপ-কারুকার্য্যের উপকরণ নানা প্রকার। এদেশে প্রধানতঃ লাক্ষ হইতে প্রস্তুত নানা বর্ণের গাগার ব্যবহার εῖτη ςττ< | $i- g gii<iit: Rhus Wernicifera নামক বৃক্ষের ধূপজাতীয় নির্যাস (Gum and Resin) ব্যবহৃত হয়। ইয়োরোপীয় শিল্পিগণ মুরাসারে দ্রবীভূত গালা বা গালার সহিত অন্ত পদার্থ মিশ্রিত করিয়া তাহ। ব্যবহার করিয়া থাকেন। চীন ও জাপানের লেপ-চিত্রাঙ্কণে যে সকল উপকরণ লেপ-চিত্রাঙ্কণ বন্ধ এবং কাঠের স্বাভাবিক কয়েকটি দোষের কারণে তাহার boዓGo --- BAASAASSAAAAAAS AAASASAAAAASAAAAS AAAAAMAJAMJAMAAA AAASS ব্যবহৃত হয় তাহার প্রয়োগ অতি কঠিন, কিন্তু তাহার ফলে উৎপন্ন কারুকার্য সৰ্ব্বশ্রেষ্ঠ । আমাদের চিত্রাঙ্কণের প্রধান উপায় নানাবর্ণের গাল । দেশে লেপ ইয়োরোপীয় লেপ-চিত্রাঙ্কণ। প্রসিদ্ধ অভিনেতা ডেভিড, গ্যারিকের আলমারীর পাল্লা । যে-কাঠের দ্রব্যটি চিত্রাঙ্কিত করিতে হইবে, প্রথমে তাহা রেদ ও শিরীষ কাগজ, বা খরাদ যন্ত্রের (Lathe) সাহায্যে মন্থণ করা হয়। তাহার পর উপযুক্ত বর্ণের গাল তাহার উপর দ্রুত ঘর্ষণ করা হয়। ঘর্ষণের উত্তাপে গাল