পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] AJAezASAJJ গন্ধবহ প্রজাপতি— প্রজাপতিরা যে শুধু ফুলে ফুলে মধু পান করিয়াহ ফেরে তাহ নহে, গন্ধ সংগ্ৰহ করিবার ও বিতরণ করিবার ক্ষমতা এক শ্রেণীর প্রজাপতির আছে। ইহারা দেখিতেই শুধু ফুলের মত সুন্দর হয় না, ফুলের মত সুগন্ধও ছড়াইয়া থাকে। মাঞ্জোরী মাকড়িল প্রজাপতি গন্ধবহু প্রঙ পf৩ সম্বন্ধে এক গুম অভিজ্ঞ বৈজ্ঞানিক । তিনি বলেন, এই গন্ধবস্তু প্রজাথ! ত সকলগুলিষ্ঠ শতিতে পুরুষ । বস্তুতঃ, পক্ষী-জগতে দেখা যায় পুংও ঠিষ্ট মহিলাদের অপেক্ষ বেশভূষায় অধিকতর "কর্মকশালী হইয়া পাকে । গন্ধ পি তরণের কাজও এই পুরুষ প্রজাপতিদের । সাধারণত: দক্ষিণ আফ্রিকা, জামাইকা, সিংহুল ও আসামে এই শ্রেণীর প্রজাপতি দৃষ্ট হয়। জামাইকার প্রজাপতি সিরিঙ্গ চুলের গন্ধ এত অধিক পরিমাণ সংগ্রহ করে যে,ইহারা ঘে-স্থানে উড়িয়া বেড়ায় সেইস্থান অপুৰ্ব্ব গন্ধবহ ‘রাঞ্জ'-প্ৰজাপতি পঞ্চশস্য—চীনে ভারতীয় সৈন্য సిం4 ニ -×***** ダ、ベ. →-rw-**ベ〉* সৌরভে আমোদিত থাকে। আমরা এখানে গন্ধবহ প্রজাপতির দুইটি চিত্র দিলাম । পৃথিবীর কনিষ্ঠতম সম্রাট— রুমানিয়ার বর্তমান সম্রাট প্রথম মাইকেল পুথিবীর কনিষ্ঠতম রাজা । ইহার বয়স মাত্র পাচ বৎসর। ইনি ইংরেজী, ফরাসী ও রুমানিয়ায় সম্রাটু প্রথম মাইকেল রুমানিয়ান এই তিন ভাষায় কথা বলিতে পারেন। সময় ইনি ক্ষুধাৰ্ত্ত হইয়া মাকে বলিয়াছিলেন, "মা, আমার ক্ষিধে পেয়েছে, পাড়ী চ'ল না।” রাজ্যাভিষেকের চীনে ভারতীয় সৈন্য— চীনের স্বাধীনতা-সংগ্রামের বিরুদ্ধে ইংরেজ-প্রসাদিত ভারতীয় সৈন্যদের যুদ্ধ করা উচিত কি অনুচিত ইহা লইয়া বিছুকাল পুৰ্ব্বে