বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রাচীন বাঙ্গলা সাহিত্যে মুসলমানের অবদান.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন বাঙ্গলা সাহিত্যে মুসলমানের অবদান وخ* তত্ত্বগুলি আলোচনা করিতে পারে, তাহা বিস্ময়কর।”+ স্বপ্রসিদ্ধ আভিধানিক হটন সাহেব এদেশের জঙ্গলে জঙ্গলে অনাদৃত ভগ্ন মসজিদ ও মন্দিরাদি দেখিয়া লিখিয়াছেন—“ইহাদের মত যদি একটিও ইউরোপে পাওয়া যায়, তবে তাহ পাশ্চাত্য-জগতে এক একটি তীর্থের স্বষ্টি করে, কত পৰ্য্যটক দূর-দূরান্তর হইতে তাহ দেখিতে আসে এবং তৎসম্বন্ধে কতই না স্ববৃহৎ গ্রন্থ বিরচিত হয় । S” আমরা হিন্দু মুসলমান বাঙ্গালার এই জনসাধারণের বংশধর । কয়েকটি বংশ দূরাগত বলিয়া আভিজাত্যের গৰ্ব্ব করিয়া থাকেন, কিন্তু তাহারা ত বহুকাল এদেশে থাকিয়া বাঙ্গালী হইয়া গিয়াছেন। বাঙ্গালার ফলের বাগানে এলফান্সে, বোম্বাই প্রভৃতি নানাপ্রকারের আমের গাছ আছে ; কিন্তু তাহারা এখন বোম্বাই কি অন্ত কোন দেশের নহে। বাঙ্গালার জল-মাটিতে জন্মিয় তাহারা বাঙ্গালার ফলই হইয়া গিয়াছে। বিলাতী কুমড়ার গায়ে এখন আর বিলাতের গন্ধ নাই । বাঙ্গলা ভাষার প্রতি বীতশ্রদ্ধ হওয়া বাঙ্গালীর পক্ষে শোভন নহে । একশত বৎসর পূৰ্ব্বে এই ভাষা সম্বন্ধে একাদশটি ভারতীয় প্রাদেশিক

  • “extraordinary aptitude with which the poorest and the

most illiterate peasant (India) will engage in discussion in the deepest philosophical and ethical questions.”—Dr. Lefroy. § “The traveller may observe temples, mosques aid obelisks that have scarcely cost the bloom of artificer's hands ; works that in Europe could each have been the glory of the age, its country and its projector, the fame of which would have resounded from one end of the country to the other and consecrated in elaborate descriptions, commemorative of its proportions, and its extension. its difficulties and expense. These he may view with amazement, he will be convinced that he is among the most surprising races. of men that ever existed.” -J. C. Haugton's Glossary, pp. VIII & IX