পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ 8Ꮼ · প্রাচীন মুদ্র । অক্ষরে তারিখ এবং দ্বিতীয়দিকে ময়ূরের মূৰ্ত্তি ও তাহার চতুদিকে *বিজিতাবনিরবনিপতির্জয়তি দিবং স্কন্দগুপ্তোয়ং” লিখিত আছে ১ । দ্বিতীয় প্রকারের মুদ্রায় দ্বিতীয় দিকে ময়ূরের চারিপাশ্বে “বিজিতাবনিরবনিপতিঃ খ্ৰীষ্কন্দগুপ্তে দিবং জয়তি” লিখিত আছে ২ । “স্কন্দগুপ্তের মৃত্যুর পরে তাহার বৈমাত্রেয় ভ্রাতা পুরগুপ্ত সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পরে, বোধ হয়, সিংহাসনের জন্য উভয় ভ্রাতার বিরোধ উপস্থিত হইয়াছিল ; কারণ, পুরগুপ্তের পৌত্র দ্বিতীয় কুমারগুপ্তের রাজমুদ্রায় স্কন্দগুপ্তের নাম নাই।” ৩ বাঙ্গালার ইতিহাস-প্রথমভাগে লিখিত হইয়াছিল যে, “পুরগুপ্তের কোন মুদ্রা বা খোদিত-লিপি অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই " " কিন্তু ব্রিটিশ মিউজিয়মে পুরগুপ্তের নামাঙ্কিত কতকগুলি সুবর্ণমুদ্রা রক্ষিত আছে ৫ । এই জাতীয় সুবর্ণমুদ্র দ্বিবিধ। উভয়বিধ মুদ্রাতেই একদিকে ধনুৰ্ব্বাণ হস্তে রাজমুক্তি ও অপর দিকে পদ্মাসনা পদ্মহস্তা লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে। প্রথম প্রকারের মুদ্রায় রাজার বাম হস্তের নিমে “পু” লিখিত আছে ৬ । দ্বিতীয় বিভাগের মুদ্রায় এই নাম নাই । র উভয় বিভাগের মুদ্রাতেই লক্ষীদেবীর দক্ষিণ দিকে “ঐবিক্রম:’ লিখিত আছে । “কতকগুলি সুবর্ণমুদ্রায় প্রকাশাদিত্য নামক জনৈক রাজার নাম (») Ibid, pp. 129--32, Nos. 523-46. (R) Ibid, pp. 132--33, Nos, 547-49. (৩) বাঙ্গালার ইতিহাস, প্রথম ভাগ, পৃঃ ৬৫ ৷ (8) ঐ পৃ: ৬৬। (c) Allan, B. M. C., p. 134. (e) ibid, (*) Ibid, pp. 134-35, Nos. 55o-51.