পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ । ১৬৭ মহেন্দ্রাদিত্যঃ” ১ লিখিত আছে। স্কন্দগুপ্তের সৌরাষ্ট্র ও মালবে প্রচলনের জন্ত মুদ্রাঙ্কিত রজত মুদ্রায় তিনটি বিভাগ দেখিতে পাওয়া যায়। প্রথম বিভাগের মুদ্রায় একদিকে রাজার মুখ, গ্রীক্ লিপির চিহ্ন ও ব্রাহ্মী অক্ষরে তারিখ, এবং দ্বিতীয় দিকে গরুড় মূৰ্ত্তি ও ব্রাহ্মী অক্ষরে “পরম ভাগবত মহারাজাধিরাজ খ্রীস্কন্দগুপ্তক্রমাদিতাঃ” লিখিত আছে ২ । দ্বিতীয় বিভাগের মুদ্রায় গরুড় মূৰ্ত্তির পরিবর্তে একটি বৃষের মূৰ্ত্তি আছে • । তৃতীয় বিভাগের মুদ্রায় বৃষের পরিবর্তে একটি বেদী আছে ৪ । এই বিভাগে তিনটি উপবিভাগ আছে। প্রথম উপবিভাগে দ্বিতীয় দিকে “পরমভাগবত ঐবিক্রমাদিত্যস্কনগুপ্তঃ” লিখিত আছে ৫ । দ্বিতীয় উপবিভাগে “পরমভাগবত শ্ৰীবিক্রমাদিতাস্কন গুপ্তঃ” ৬ এবং তৃতীয় উপবিভাগে “পরমভাগবত শ্ৰীসুন্দগুপ্তঃ” ৭ লিখিত আছে । স্কন্ধগুপ্তের পরে সৌরাষ্ট্র ও মালব গুপ্তবংশীয় সম্রাটগণের অধিকারচ্যুত হইয়াছিল। খৃষ্টীয় পঞ্চম শতাব্দীর শেষভাগে বুধগুপ্ত নামক জনৈক রাজা মালবের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন এবং শকরাজগণের মুদ্রার অনুকরণে ব্ৰজত মুদ্র মুদ্রাঙ্কন করাইয়াছিলেন । ই হার রজত মুদ্রায় ১৭৫ গৌপ্তাদ তারিখ পাওয়া যায় এবং ইহার দ্বিতীয় দিকে “বিজিতাবনিরবনিপতিঃ (১) Ibid, pp. 96-- 98, Nos. 3০6–2o. তৃতীয় বিভাগের কতকগুলি মুদ্রাতেওঁ “মহারাজাধিরাজের” পরিবর্ত্তে "রাজাধিরাজ” উপাধি আছে :-Ibid, pp. ioo---07, Nos, 332-84. (R) Ibid, pp. 1 19--21, Nos. 432-44. to) Ibid, pp. 121-22, Nos. 445-50, (s) Ibid, p. 122. (*) Ibid, pp. 122-24, Nos. 451-7 I. (*) Ibid, pp. 124-29; Nos, 472-52o, Vo) Ibid, p, 129, Nos. 521-22.