পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e৮, প্রেমাঙখাগ । যে কথোপকথন শুনিয়াছিলেন, তাহা নরেন্দ্র এবং দেবেন্দ্রনাথের নিকট বিবৃত করিলেন। ইহাতে নরেঞ্জের মুখ বিবরণ হইয়া গেল। তাহারা নরেঞ্জের শুষ্ক মুখ অশন করিলেন । দেবেন্দ্রনাথ, মরেন্দ্রকে শাস্তশিষ্ট, বুদ্ধিমান, বিদ্বান এবং গম্ভীর প্রকৃতি বলিয়া জানেন। বস্তুতঃ নরেন্ত্রের প্রশান্ত মূৰ্ত্তি দেখিবাব উপযুক্ত। বয়স অষ্টাদশ বর্ষ মাত্র। কিন্তু শরীর দীর্ঘাকার এবং উন্নত। সৰ্ব্বাঙ্গ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। বিস্তৃত ললাট, টান চক্ষু সংযত ক্র উন্নত নাসিক, মনোহৰ কর্ণধুগল । মুখখানি গম্ভীর হইলেও ঈষদ্ধাস্তময় এবং কাস্তিপূর্ণ। রূপরাশি অতুলনীয়—নবযৌবন সঞ্চায়ে, হৃষ্টপুষ্ট কলেবরের উপর যৌবন-কান্তি-পূর্ণ সৌন্দৰ্য্য স্বততই বিৰুসিক্ত। নরেন্দ্র বস্তুতই শান্ত, সচ্চরিত্র এবং বিদ্বান ; কিন্তু হঠাৎ কেন এ মেঘের চিত্র, নরেঞ্জের স্বাস্তময় মুখশশীকে আবরণ কবিল, তাহ উভয়ে অতি অল্প মাত্র রহস্তভেদ করিতে সামর্থ হইলেন । নরেন্দ্র মন্ত্রমুগ্ধেব স্তায় স্তন্ধ হইয়া রছিলেন। দেবেন্দ্রনাথ চাউলের বিষয় একপ্রকার বন্দোবস্ত করিয়া দিম৷ শেষ নরেন্দ্রকে বিশেষ করিয়া বুঝাইয়া বলিলেন, যাহাতে শম্ভুনাথ ভট্টাচাৰ্য্য অর্থাভাবে কন্যা বিক্রৰ মা কবেন, এ নিমিত্ত যত টাকা সাহায্য করিলে তিনি রীতিমত সচ্ছল হয়েন, তাহা করিখে। নরেন্দ্রকে এ বিষয়ে উপদেশ দেওয়া বাহুল্য মাত্র। দেবেন্ত্রনাথ ডায়মগুচাব্বারে আসা অবধি স্কুল এবং দেশীয় বালক ও যুবকদিগের কোন সমাচাব পান নাই। দেবেন্দ্রনাথ কছিলেন, স্কুল কেমন চলিতেছে ? লরেন্দ্র। উত্তম চলিতেছে। (বিষ্ণভাবে )