পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । నవ করিয়া দেবেন্দ্রনাথ ব্রহ্মচারী মহাশয়ের অনুসন্ধানে প্রস্থান করিলেন, নিকটস্থ ব্যক্তি কাহাব, পরে যথাস্থানে আলোচনা কবা যাইবে । এক্ষণে নরেন্দ্র সেই পত্র পাঠ কবিষ ইহুদ্ধিলৎ কিংকৰ্ত্তব্যবিমূঢ় ইষ্টয় রছিলেন, পরক্ষণে সংজ্ঞাপূর্ব ইষ্টয় ভূমিতে পড়িয়া গেলেন , এবং পত্র সমেত ভূমিতে লুষ্ঠিত ইষ্টয়া গে। গো শব্দ করিতে লাগিলেন। পবিশেষে একটু সংজ্ঞা প্রাপ্ত চইলে ক্রমাগঃ প্ৰলাপ স্বকিতে লাগিলেন। অনেকক্ষণ পরে একটু মুস্থির হইলে বুঝিতে পাবিলেন, সরোজিনীর সহিত উtহাব সাক্ষাং হইবাব পথে রাশি রাশি প্রতিবন্ধক। যেখানে শত শত প্রোণী রোগ যন্ত্রণায ছট্‌ফট্‌ করিতেছে ; সক্ষত্ৰ সহস্র ব্যক্তি এক মুষ্টি অন্নের জন্য মুখ তুলিষ নিববে চাহিয়া রহিয়াছে ; শিশু মাতৃক্রোড়ে আছাড় কাছাড় খাইতেছে ; শোকগ্রস্ত ব্যক্তি শোকে বিহ্বল হইয়া চৈতন্যশৃষ্ঠবং রহিয়াছে ; নবেন্দ্র যাইবেন এ কথা এখনি শুনিলে লক্ষ লক্ষ প্রাণী চীৎকার করিয়া উঠিলে । তদ্ব্যতীত দেবেন্দ্রব ডায়মগুহাৰ্ব্বার পরিতাগের পর হইতে তথtয তয়ানক কষ্ট আরও শতমুখী হইয{ দেখা দি আছে । দেবেন্দ্রর শরীর অসুস্থ হওয়ায়, তাহাব বন্দোবস্তে তথাকার নিবাসীরা পরিতৃপ্ত হইতে পারে নাই ; তজগু আজ কয়েক দিন মরেন্দ্রর আগমন বার্তা শুনিয়া শত শত কৃষক ভিক্ষা করিতে আসিয়াছে । নবেন্দু এক্ষণে কি করিবেন কিছুই স্থির করিতে পাবিতেছেন না। নরেগ্র তাহার কর্তব্য পালন করিতে গিয়াছেন ; যে দেশে গিয়াছেন সে দেশেত কত রোগীর সেবা শুশ্ৰুষা করিতেছেন-ঔষধ পথ্য প্রদান করিতেছেন। শত শত মুমুধু ব্যক্তির শুশ্রুষায় নরেঞ্জ দিব রাত্র ব্যয় করিতেছেন। রজনীতে নিদ্রা নাই, দিবসেও স্বস্তি নাই! উদরে দুইবেলার মধ্যে মুখে দুটি অন্ন যায় না। কেবলই পরের জন্ত থাটিতেছেন। খুর্দশাপন্ন লোকের দুর্দশা অপহৃত করিবার