পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१७ বঙ্কিম-প্রসঙ্গ দীনবন্ধুর লেখার সহিত মুর মিলিয়াছিল কি না, জানি না। বঙ্কিমচন্দ্রের পুস্তকে কিন্তু দীনবন্ধু কখনও কিছু লেখেন নাই। র্তাহার কোনও কোনও পুস্তকে শিক্ষানবীণীরূপে তাহার অম্বুজ এই ক্ষুদ্র লেখক দুই এক পরিচ্ছেদ লিখিয়াছে বটে, কিন্তু সে লেখা যে, কিরূপ তাহ নিম্নলিখিত গল্পট হইতে বুঝিতে পারিবেন। . কোনও গৃহস্থের বাটতে কৃষ্ণনগর ঘুর্ণির এক বিখ্যাত কারিকর, নাম কালাচাদ পাল, দুর্গোৎসবে দশভূজার প্রতিমা গড়িত। ষষ্ঠীর দিন রাত্রিকালে বিদেশ হইতে বাটীর কৰ্ত্ত মাসিয়া প্রতিমা-দর্শনে অতিশয় সস্তুষ্ট হইয়া কালাচাদের প্রশংসা করিতে লাগিলেন। সেই দালানে একটী লোক দাড়াইয়াছিল ; সে করোযোড়ে বলিল, “আজ্ঞে, এ প্রতিম। আমি গড়িয়াছি!” কৰ্ত্ত জিজ্ঞাসা করিলেন, “তুমি কে ?” সে লোকটী বলিল, “আমি কালাচাদের ভাইপে। "কর্তা কহিলেন, “না, છાં কখনই হইতে পারে না, এ প্রতিম কালার্চাদ গড়িয়াছে।” সে ব্যক্তি পুনরায় বলিল, “আমি উহাতে খড় জড়াইয় এক-মেটেমো করিয়াছি, আমার খুড়োমশাই দোমেটোমো করিয়াছেন, মুখ গড়িয়া বসাইয়াছেন।” তখন কর্তা হে হো করিয়া হাসিয়া তাহাকে একটি টাকা বখশিশ দিলেন। আমি সেইরূপ দুই একটি পরিচ্ছেদে এক মেটামো করিয়াছি, বঙ্কিমচন্দ্র দোমেটোমে করিয়াছিলেন। কোন পরিচ্ছেদে কি ঘটনা লিখিতে হইবে, তাহা তিনি বলিয়া দিতেন, আমি সেইরূপ লিখিতাম ; পরে তিনি উহা তাহার লেখার মুরের সহিত মিলাইয়া লইতেন। আমি