পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y o b• বঙ্কিম-প্রসঙ্গ বাটতে সমৰেত হইয়া পড়াশুনা, কথোপকথন, আলাপ পরিচয়, জলযোগ প্রভৃতি করিতেন। শুনিতাম, এরূপ করিলে দশজনের মধ্যে সদ্ভাব জন্মিয় একতা স্থাপনের সুবিধা হয়। এখনও গুনি যে, এইরূপ সন্মিলনাদি হইতে এইরূপ সুফল লাভ করা যায়। আমি তখনও একথা বিশ্বাস করিতাম না, এখনও করি না । মানুষের মত মানুষ হইলে তাহাদের সম্মিলনে সুফল ফলিতে পারে, নহিলে পারে না । আমরা ত মানুষই নহি । তথাপি ঐ কলেজ রিইউনিয়নে যাইতাম। যাইতাম ওরূপ কিছু মনে করিয়া নয় ; যাইতাম-কৃষ্ণবন্দ্যো, রাজেন্দ্রলাল, প্যারীচরণ, প্যারীচাঁদ, রামশঙ্কর, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র প্রভৃতির ষ্ঠায় আমিও একজন কলেজোত্তীর্ণ—আমিও তাছাদের সমান, এই শ্লাঘার ভরে । এবং আমার বিশ্বাস যে, অনেকেই আমার দ্যায় শ্লাঘার ভরে যাইতেন—সম্ভাব স্বষ্টি বা বন্ধুত্ব বিস্তারের আকাজী হইয়া কেহ যাইতেন না । কিন্তু ও সকল কথা এখন থাক। আমি দ্বিতীয় কলেজ রিইউনিয়নের সহকারী সম্পাদক হইয়াছিলাম। সম্পাদক ইম ছিলেন রাজা সৌরীন্দ্রমোহন ঠাকুর । সম্পাদক মহাশয়ের জ্যেষ্ঠ ভ্রাতার মরকতকুঞ্জ' নামক প্রসিদ্ধ উদ্ধানে সেবারকার উৎসব হয়। অভাগতদিগের অভ্যর্থন করিতেছি এমন সময়ে **ট বিছাং সভাগৃহে প্রবেশ করিল। অপরকেও মে ভাবে সভ্যর্থনা করিতেছিলাম বিদ্যুৎকেও সেইভাবে অভ্যর্থন করিলাম, " िउपनहे अर्को अश्ल्लि इङ्गे भख्णिाश्। क्षक I 5 N.