পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধুবৎসল বঙ্কিমচন্দ্র o, o żo বন্ধুকে জিজ্ঞাসা করিলাম—কে ? শুনিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি দৌড়িয়া গিয়া বলিলাম—“আমি জানিতাম না, আপনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়—আর একবার করমর্দন করিতে পাইব কি ? সুন্দর হাসি হাসিতে হাসিতে বঙ্কিমবাবু হাত বাড়াইয়া দিলেন। দেখিলাম হাত উষ্ণ। সে উষ্ণতা এখনও আমার হাতে লাগিয়া আছে। সে হাত পুড়িয়া যায় নাই—আমার হাতের ভিতরেই আছে। যে ভালবাসাইয়া যায়, আগুনে তাহাকে পুড়াইতে পারে না । সে দিন বঙ্কিমবাবুর সহিত আমার অধিক কথাবার্ত হয় নাই । কিন্তু সন্ধ্যার পর রাজা সৌরীন্দ্রমোহনের মূৰ্ত্তিমান রাগাদি (tableux vivantes) দেখিবার সময় তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলাম—“আপনি আপনার কোন উপন্যাসখানিকে সৰ্ব্বোৎকৃষ্ট মনে করেন ? ক্ষণমাত্র চিন্তা না করিয়া, কিছুমাত্র ইতস্তত না করিয়া তিনি বলিয়াছিলেন=বিষবৃক্ষ। তখন বোধ হয় ‘চন্দ্রশেখর পর্যন্ত লিখিত হইয়াছিল। ইহার কিছুদিন পরেই এক বিচিত্র ব্যাপারে আমাকে বঙ্কিমবাবুর সহিত সাক্ষাৎ করিতে হইয়াছিল। কলিকাতা সদর দেওয়ানী আদালতের প্রসিদ্ধ উকিল vগ্ৰীকৃষ্ণকিশোর ঘোষ মহাশয়ের উইলস্থত্রে হাইকোর্টে এক মোকদম উপস্থিত হয়। উইল বাঙ্গালায় লিখিত এবং উহার একটি বিধানের অর্থ লইয়া বিবাদ । এক পক্ষের ইচ্ছা, বঙ্কিমবাবুর দ্বারা উহার অর্থ করান। বঙ্কিমবাবুকে সম্মত করাইতে আমাকে অনুরোধ করা হয়।