পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) o - বঙ্কিম-প্রসঙ্গ বঙ্কিমবাবুর পিতৃবন্ধু, ডায়মণ্ড হারবারের নিকটবৰ্ত্তী সরিষাগ্রামনিবাসী রামকুমার বস্থ মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র আমীর সহোদর সদৃশ দুর্গারামকে সঙ্গে লইয়া তাহার নিকটে গমন করিলাম। তিনি তখন হুগলীর অন্যতম ডিপুটী ম্যাজিষ্ট্রেট ; কাছারী করিতেছিলেন। শামলা মাথায় দিয়া গিয়াছিলাম, কারণ আমি তখন প্রতিদিন বড় আদালতে হাওয়া থাইতে যাইতাম । আমাদিগকে দেখিয়া তিনি চিনিতে পারিলেন না—উকিল মনে করিয়া জিজ্ঞাসা করিলেন— ‘আপনার কোন মোকদ্দমায় আসিয়াছেন ? আমি বলিলাম, “আমরা কোন মোকদ্দমায় আসি নাই, আমার নাম— ’ ‘চন্দ্রবাবু?—এই বলিয়া উঠিয়াই দাড়াইয়া মহা সমাদরপূৰ্ব্বক আমাদিগকে আপন পার্থে বসাইলেন এবং আমাদের অনুরোধ রক্ষা করিবেন বলিলেন। কিন্তু নিজে এমন কষ্টকর অনুরোধ রক্ষা করিতে স্বীকার করিয়া আমাদিগকে একটি অতি সুখকর অনুরোধ পালন করিতে স্বীকার করাহলেন—রবিবার তাহার বাড়ীতে আসিয়া আহার করিতে হইবে । বঙ্কিমচন্দ্রের গৃহে বঙ্কিমচন্দ্রের পাশ্বের্ণ বসিয়৷ সেই আমার প্রথম আহার । আহার করিলাম—আদর। সকলেই এখন জানেন, বঙ্কিমচন্দ্রের পৈতৃক বাড়ী জেলা ২৪ পরগণার অন্তর্গত কাটালপাড়া গ্রামে। পূর্ববঙ্গ রেলপথে গমনাগমন কালে অনেকে সে বাড়ী লক্ষ্য করিয়া থাকিবেন । কতক প্রাচীন ধরণের, কতক নব্য ধরণের অট্টালিকা । সদর বাড়ীর বৃহৎ পূজার দালান ও প্রাঙ্গণ । দুর্গারাম ও আমি বেলা ৯ঘণ্টার সময় পৌছিয়া দেখিলাম, সেই বৃহৎ প্রাঙ্গ৭ে