পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ও বঙ্গদর্শন Ꮌ 8Ꮌ যে কবিতা বুকের ভিতর দিয়া হৃদয়ে বসিয়া যায়, তাহ বাঙ্গালীর পক্ষে বাঙ্গালাতেই হওয়া সম্ভব। সাধারণ বর্ণনায় সাধারণ কথায় যেমন ভাব পরিস্ফুট হয়, সংস্কৃতানুসারিণী হইলে তেমন হয় না। এইরূপ কথার বিচার বিতর্ক অনেক দিন চলিল। বঙ্কিমবাবু বিষবৃক্ষে “গরু ঠেঙ্গাইতে” লাগিলেন। বিষবৃক্ষে উভয়ৰূপ ভাষার সমাবেশ হইল। তখন বিষবৃক্ষ হাতের লেখায় ; ছাপান হয় নাই। মধ্যবৰ্ত্তিনী ভাষার স্বচনা হইতেই বঙ্গদর্শন”-প্রচারের স্বচনা আরম্ভ হইল। কত দিন, কত জল্পনা চলিতে লাগিল। কয় জন লেখকের নাম দিয়া ভবানীপুরের খৃষ্টান ব্রজমাধব বাবু প্রকাশকরূপে বঙ্গদর্শনের বিজ্ঞাপন প্রচারিত করিলেন। লেখকগণের নাম বাহির হইল— $o ,সম্পাদক—শ্ৰীযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখক—শ্ৰীযুক্ত দীনবন্ধু মিত্র ” হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় * জগদীশনাথ রায় ” তারাপ্রসাদ চট্টোপাধ্যায় ” কৃষ্ণকমল ভট্টাচাৰ্য্য ” রামদাস সেন

  • অক্ষয়চন্দ্র সরকার - আর সকলে নামজাদা, কেবল আমিই নামহীন, অথচ আমার নাম ছাপা হইল। ইংরাজী, সংস্কৃত, বাঙ্গালা নানা পুস্তক ঘাটিয়া