পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8b. বঙ্কিম-প্রসঙ্গ যাইবাৰু অধিকার ছিল। কখন কখন সে ঘরটিতে দুই একখানি চেয়ার টেবিলও দেখিয়াছি। দালানটিতে দালানযোড়া একটি ফরাস পাতা থাকিত, অনেকগুলি তাকিয়া থাকিত, হারমোনিয়ম থাকিত, সময়ে সময়ে অন্তান্ত অনেক রকমের ঝুজনাও থাকত। দালানের উত্তর দিকে একটি দরজা থাকিত, সেই দরজা দিয়া তোষাখানায় যাওয়া যাইত। - এতক্ষণ যাহা বলিলাম, যে-কোনও সন্ত্রান্ত ভদ্রলোকের বাড়ীতে এ সব হইতে পারে। কিন্তু তিনি যে কবি, তাহার কোন নিদর্শনই এখনও দিই নাই। সে নিদর্শনটি তাহার শুইবার ও বসিবার ঘরের দক্ষিণ দিকে দেখা যাইত। সে একটি ছোট্ট ফুলের বাগান দুকাঠাও পূরা হইবে না। ঘর ছুটি একত্রে যতখানি লম্বা, বাগানটিও ততখানি লম্বা, আড়েও প্রায় ঐক্কপ, তিনদিকে পাচিল দিয়া ঘেরা, সে পাৰ্চিলের আগায় একটি আলসে ও তাহার নীচে একটি বেঞ্চি। চারিদিকেই এইরূপ। বাগানের ঠিক মাঝখানে একটি চৌকা গাথা, হাতখানেক উচা, তাহারও আবার মাঝখানে একটি ছোট চেক হাতখানেক উচা, তাহারও মাঝখানে আবা, একটি চৌকা হাতখানেক উচ। চারিদিকেই যেন গালারি মত এই সমস্ত গ্যালারিতে চারিদিকেই টৰ সাজান থাকিত। টবে নানারূপ রঙিন ফুল ও পাতার গাছ। বাগানে আর যেটুকু জমী ছিল, তাহাতে শুরকার কাকর দিয়া রাস্ত করা। বাকী জনীতে যুঁই, জাতি, কুঁদ, মল্লিকা ও নব মালিকার গাছ। বর্ষাকালে ফুল ফুটলে সব সাদা হইয়া ৰাইজ, এবং বৈঠকখানাট গন্ধে ভরপুর হইয়া ৰাইত। বঙ্কিমবাবু বাগান,