পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X é o বঙ্কিম প্রসঙ্গ কথার প্রধান শ্রোতা। উঠানময় গালিচ ও সতরঞ্চ পাতা থাকিত ; ব্রাহ্মণের গালিচায় বসিতেন, শূদ্রের সতরঞ্চে বসিত। ধরণী কথক মহাশয় খুব ভাল কথা কহিতেন। তাহার সুমিষ্ট অথচ গম্ভীর ও উচ্চ স্বরে প্রথম হইতেই আসর জমজম করিত। কিন্তু তিনি যখন হা করিয়া গালের কাছে হাত আনিয়া গান ধরিতেন, তখন সমস্ত লোক মুগ্ধ হইয়া যাইত। আমরা তখন গানের কি বুঝি ? কিন্তু এখনও সে স্বর কানে লাগিয়া আছে। গুনিয়াছি, বাড়ী হইতে কিছুদূর, পূর্বদিকে, সঞ্জীববাবুর ফুলবাগানে ধরণী কখকের বাসা ছিল। সে ফুলবাগান দেখিবার আমাদের খুবই সখ ছিল, কিন্তু পাছে সন্ত্রীবাবু আমাদের মোরেন, সেই ভয়ে কোন দিন সে দিকে যাই নাই। চারি পাচ দিন ধরণী কথকের কথা শুনিয়াছিলাম, কিন্তু তাহার পর একদিন গিয়া শুনিলাম, তাহার শরীর বে-এজার হইয়া গিয়াছে, তিনি আসিবেন না। তাহার পর আর কোন দিন তাহার কথা শুনিতে যাই নাই, র্তাহার ত আর ঠিক ছিল না, কোনদিন আসিবেন, কোনদিন আসিবেন না । আঠারশ চুয়াত্তর সালে আমি সংস্কৃত কলেজে থার্ড ইয়ারে পড়ি। মহারাজ হোলকার সংস্কৃত কলেজ দেখিতে আসিলেন। র্তাহার সঙ্গে আসিলেন মহাত্মা কেশবচন্দ্র সেন। মহারাজ হোলকার একটি পুরস্বার দিয়া গেলেন। কেশববাবু বলিয়া দিলেন, সংস্কৃত কলেজের যে to “On the highest ideal of woman's Character as set forth in ancient Sanskrit writers” aws of লিখিতে পারিবে, তাহাকে ঐ পুরস্কার দেওয়া হইবে। ঐযুক্ত