পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"δύο বঙ্কিম-প্রসঙ্গ সব রেজিষ্ট্রার থাকিলেন, কিন্তু এখানেও তিনি , বিশেষ সুবিধ করিতে পারেন নাই। তাই “বঙ্গদর্শন” এক বৎসর বন্ধ থাকার পর ১২৮৪ সালে সন্ত্রীবাবুর সম্পাদকতায় আবার বাহির হয়। কিন্তু বঙ্কিমবাবু কার্যতঃ “বঙ্গদর্শনে”র সর্বময় কর্তা ছিলেন, তিনি নিজে ত লিখিতেনই, অন্ত লোকের লেখা পছন্দ করিয়া দিতেন, অনেককে “বঙ্গদর্শনে’ লিখিবার জন্ত লওয়াইতেন, অনেকের লেখা সংশোধন করিয়া দিতেন। পুৰ্ব্বেও তাহার কর্তৃত্বাধীনে যেমন চলিত, “বঙ্গদর্শন” এখনও তেমনি চলিতে লাগিল। নূতন “বঙ্গদর্শনে” নূতনের মধ্যে আমি ; আমি প্রায়ই লিখিতাম, কিন্তু কখনও নাম সই করি নাই। সেই জন্ত এখন সেই সকল লেখা যে আমার, তাহ প্রমাণ করা কঠিন হইয়াছে। নূতন “বঙ্গদর্শন" বাহির হইবার প্রায় বছর খানেক পরে আমি লক্ষেী যাত্রা করি, এবং সেখানে এক বৎসর থাকি। আমি যেদিন যাই, সেইদিন সকালে বঙ্কিমবাবুর সহিত দেখা করিতে গিয়াছিলাম। বঙ্কিমবাবু তাড়াতাড়ি প্রেসে গিয়া ভিজা বাধান একখানি “কৃষ্ণকান্তের উইল’ আনিয়া আমাকে দিলেন, “রেল উহাকে ঠাণ্ড করিয়া আইল।” সঞ্জীবাবু তিন দিন গেলেন জজসাহেবের কাছে কার্ড পাঠাইলেন, সাহেব দেখা করিলেন না। সপ্তাহখানেক পরে খবর আসিল, জজসাহেব সেক্রেটারী হইয় গেলেন। সঞ্জীববাৰু তিন চারিবার পরীক্ষা দিলেন, কিছুতেই পাস করিতে পারিলেন না। র্তাহার নাম ডেপুটীম্যাজিষ্ট্রেটর তালিকা হইতে কাটির দেওয়া হইল। জজসাহেবের সেক্রেটারী হওয়ার সঙ্গে সঙ্গীবাৰু गान कब्रिाउ नागर्मिदग्नि कीर्दीकब्र१ छांद नषश आtइ कि मा'छानि न", किड সঙ্গীবাবু মনে করিতেন, আছে।