পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

› ዓ e বঙ্কিম-প্রসঙ্গ দেখিয়াছি। কোন জিনিসটি সুন্দর—তাহ বিচার করিতে শিখিয়াছি, কোন জিনিসটির কতটুকু মুনার—তাহারও বিচার করিতে শিথিয়াছি। কিন্তু ইহার ফল কি ? ইহার ফল এই যে, সুন্দর দেখিলেই তাহাতে লোক আকৃষ্ট হইয়া পড়ে, তাহার দিকে একটা প্রবল টান হয়, তাহাকে ভালবাসিতে ইচ্ছা করে, তাহাকে আপনার করিয়া লইতে ইচ্ছা করে। যদি এই ফল না হয়, তাহা হইলে সৌন্দর্য্য অনুভব করিয়া আর কি হইল ? বঙ্কিমবাবু আমাদের দেশের সৌন্দৰ্য সব ফুটাইয়া দিয়া আমাদিগকে দেশ ভালবাসিতে শিখাইয়াছেন। বঙ্কিমবাবুর পূৰ্ব্বে ইংরাজীওয়ালারা পড়িতেন সেক্সপীয়ার, পড়িতেন মিণ্টন, পড়িতেন বায়ুরণ, পড়িতেন শেলি ; দেখিতেন ইংলণ্ডের সৌন্দৰ্য্য, ভালবাসিতেন ইংলণ্ডের সৌন্দর্য্য—সে সৌন্দৰ্য্য চোখে দেখিতে পাইতেন না,কল্পনায় তাহাকে আরও সুন্দর করিয়া তুলিত। দেশে যে কবির তাহাদিগকে সৌন্দর্ঘ্য দেখাইতে চেষ্টা করিতেন, সে কবিদের তাহাদের পছন্দই হইত না । কবিবেচারার মাঠে মারা যাইত। ৰঙ্কিমবাবু ইংরাজীওয়ালাদের চোখ ফিরাইয়া দিলেন। সারথি যেমন লাগাম টানিয়া ঘোড়ার চোখ ফিরাইয় তাহাকে অন্তপথে লইয়া যায়, তেমনই বঙ্কিমচন্দ্র ইংরাজীওয়ালাদের চোখ ফিরাইয়া দিয়া অন্তপথে চালাইয়া দিলেন। সে পথ আর কিছু নয়,— দেশপ্রীতি । - - - বঙ্কিমবাবুকি প্রথম হইতেই এই মতলবে বই লিখিতে আরম্ভ করেন ? না,ইহা তাহার বহুবর্ষব্যাপী চিন্তার ফল? আমার ৰোধ হয়, অনেক বৎসর পরিশ্রম করিয়া তবে তিনিশ্বদেশতত্ত্ব পাইয়া