পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

̈»ዋይ বঙ্কিম-প্রসঙ্গ করিয়াছে, সেই মুরম্য স্মরণীয় গৃহে বঙ্কিমবাবুর স্মৃতির কোন চিহ্নই নাই। আমাদের পরম-কল্যাণভাজন শ্ৰীযুক্ত পদ্মনাথ ভট্টাচাৰ্য্য মহাশয় পবিত্র দশহরার দিন গঙ্গাস্নান করিতে নৈহাটী আসিয়া বঙ্গবাসীর প্রধান তীর্থ বঙ্কিমের বৈঠকখানায় উপস্থিত হন, এবং নিজব্যয়ে এই সুন্দর মাৰ্ব্বেল টেবলেটখানি লাগাইয়া দিয়াছেন। ইহাতে র্তাহার নিকট সকলেই আমরা বিশেষ কৃতজ্ঞ। তিনি এই কাৰ্য্য করিয়া যথেষ্ট সহৃদয়তার পরিচয় দিয়াছেন। বঙ্কিমবাবু যে শুদ্ধ যাহার তাহার কাছে থাকিত, তাহদের আকর্ষণ করিতে পারিতেন, এমন নয়, যাহারা দেশতঃ ও কালতঃ র্তাহ হইতে অনেক দূরে, তাহদিগকেও তিনি আকর্ষণ করিতে পারেন, তাহার প্রকৃষ্ট প্রমাণ আমরা পাইলাম। আমুন, আমরা মণ্ডলী হইতে বলি—‘পদ্মনাথ বাবুর জয় হউক!" আর যিনি দেবতার তুল্য স্বামী পাইয়াওতাহাতে বঞ্চিত হইয় এই চব্বিশ বৎসর ধরিয়া পরলোকে স্বামীর মঙ্গলের জন্ত নানা ব্রত অনুষ্ঠান করিয়া জীবন যাপন করিতেছেন, যিনি এই বৈঠকখানাট উত্তমরূপে মেরামত করিয়া দিয়া স্বামীর এই চিহ্নটা বজায় রাখিলেন, এবং যিনি এইখানে উপস্থিত থাকিয়া আপন সন্তানমণ্ডলীকে আশীৰ্ব্বাদ করিতেছেন,আইস, আমরা সকলে তাহাকে ভক্তিভরে প্রণাম করি। বঙ্কিমবাবুর স্মৃতি চিরকাল জাগরূক থাকুক, এবং তাছার গ্রন্থ ^গুলি বঙ্গবাসীর হৃদয় ও মন পবিত্র করিতে থাকুক। ঐহরপ্রসাদ শাস্ত্রী।