পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্কিমবাবুর প্রসঙ্গ Տ Պթ ইহার পর মনে হইতেছে, কলিকাতায় প্রায় দুই বৎসর পরে বঙ্কিমবাবুর সঙ্গে দেখা হয়, তখন তার বাসা বহুবাজারে। আমি প্রিয় সুহৃৎ বাবু নগেন্দ্রনাথ গুপ্তের সঙ্গে মাঝে মাঝে তার কাছে যাইতাম। “উদ্ভান্ত-প্রেম’-প্রণেতা বাৰু চন্দ্রশেখর মুখোপাধ্যায়ের সঙ্গে একদিন গিয়াছিলাম। বঙ্কিমবাবু কথায় কথায় বলিলেন, “কই, চন্দ্র, তুমি বাঙ্গালা লেখা ছাড়িলে, বাঙ্গাল যে আর পড়িতে ইচ্ছা করে না।” “রাজসিংহ” তাহার কিছু দিন আগে “বঙ্গদর্শনে” ক্রমশঃ প্রকাশিত হইয়া বন্ধ হইয়া গিয়াছিল। চন্দ্রশেখর বাৰু জিজ্ঞাসা করিলেন, তাহ সম্পূর্ণ করা হইতেছে না কেন ? বঙ্কিমবাবু তার কোনও বন্ধুর নাম করিয়া বলিলেন, “এরা বলেন—আমার স্বল্প চরিত্রগুলিতে এখনকার ছেলে পুলে মাট হইতেছে। তাই আর ডাকাত মাণিকলালকে আঁকিতে ইচ্ছা করে না।” বলিলেন, “কুন্দনন্দিনীর বিষ খাওয়াটা যে নীতিবিরুদ্ধ, তাহা আমি স্বীকার করি।” চন্দ্রশেখর বাবুতে এবং আমাতে একযোগে বলিলাম, মাণিকলালের মত দুই একটা ডাকাতের চিত্র দেশের সম্মুখে ধরিলে উপকার ভিন্ন অপকার হইবে না। এই কথায় বঙ্কিমবাবু কি ভাবিয়াছিলেন, বলিতে পারি না, কিন্তু ইহার অল্পদিন পরে “রাজসিংহে”র প্রথম সংস্করণ বাহির হইল। আর একদিন চন্দ্রশেখর বাবুর সঙ্গে আমিও উপস্থিত ছিলাম। শ্রদ্ধেয় বাবু চন্দ্রনাথ বস্থর সঙ্গে চন্দ্রশেখর বাবুর তখনও সাক্ষাৎ পরিচয় ছিল না। বঙ্কিমবাবু চন্দ্রনাথ বাবুকে সম্বোধন করিয়া বলিলেন—“ওঁকে চেন না ?-- উদ্ভান্তপ্রেম।" মনে হইতেছে, এই দিন সন্ধ্যার পর বহরমপুর