পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ve বঙ্কিম-প্রসঙ্গ হইতে বুঙ্কিমবাবুর একটা প্রাচীন বন্ধু তার সঙ্গে দেখ করিতে আসেন। সে মিলনের আনন্দ এবং হাস্ত এখনও আমার মনে জাগিতেছে। বন্ধুর সঙ্গে তার পুত্রকে দেখিয়া বঙ্কিমবাবু জিজ্ঞাসা করিলেন—“কোথায় পড় ?” È–Fourth year, Presidency College. বঙ্কিমবাবু—রাখালের সঙ্গে আলাপ নেই ? उँ-नां । বঙ্কিমবাবু—সে কি হে—এক ক্লাসে পড়, আলাপ নেই ? ! সঞ্জাববাবু বলিলেন, “ত জান না বুঝি ? এখনকার ছেলেদের ভেতর নাম জিজ্ঞাসা যে একটা ঘোর বেয়াদবী! ওর একটা গল্প আছে। এক নব্য শিক্ষিতের সঙ্গে একজন সেকেলে লোকের এক কুস্থানে দেখা হয়। বৃদ্ধ ছেলেটকে জিজ্ঞাসা করিয়া বসিলেন যে, তার নামটা কি ? নব্য বাবু কষ্টে নাম বলিলেন। বৃদ্ধের কুবুদ্ধি, আবার প্রশ্ন, 'মহাশয়ের পিতার নাম ?’ বাবুট চটে লাল, বুড়োকে মারেন আর কি ! ব্যাপার গুরুতর দাড়ার দেখিয়া বাড়ীর অধিকারিণী তাড়াতাড়ি আসিয়া নব্য বাবুটকে সুধাইল, ‘বাবু, বাপের নাম জিজ্ঞাসা করিলে আমাদের ছেলেরাই চটিবে, আপনাদের রাগ কেন ? ভারি হাসি পড়িয়া গেল। একদিন সন্ধ্যার পর গিয়া দেখি, অনেকগুলি সাহিত্যসেবীর সমাগম হইয়াছে। বাবু রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, চন্দ্রনাথ বস্থ নবীন বাবু প্রভৃতি। নবীন বাৰু কথায় কথায় “আনন্দমঠের সুপরিচিত “বন্দেমাতরং সঙ্গীতটর একাংশ আবৃত্তি করিয়া