পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 Δίy বঙ্কিম-প্রসঙ্গ অপরূপ শোভা সৌন্দর্য্য প্রত্যক্ষগোচর করিবার সময় তাহার ভাবপ্রবণ অন্তরে বৈজ্ঞানিক-জাতীয় এক প্রকার ঈশ্বরভক্তির বীজ নিপতিত বা রোপিত হয়, যাহা তাহার প্রবীণ ১য়সে অঙ্কুরিত ও বৰ্দ্ধিত হইয়া কথঞ্চিৎ সুন্দর বিকাশ লাভ করিয়াছিল। আমাদের বারুইপুরে অবস্থানসময়ে তাহার জ্যেষ্ঠ ভ্রাতার সহিত র্তাহার ঘনিষ্ঠতার কতকটা পরিচয় পাই । তাহার' জ্যেষ্ঠ ভ্রাতা শু্যামাচরণ চট্টোপাধ্যায় মহাশয় সময়ে সময়ে বারুইপুরে আসিয়া কনিষ্ঠের অতিথি হইতেন। উভয়ে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশিতেন। খামাচরণ বাবুতে জ্যেষ্ঠত্বের কোনও অভিমান দেখি নাই ; বঙ্কিম বাবুতে কনিষ্ঠের কোনও সংস্কার অনুভব করি নাই। তাহারা ঠিক যেন পরস্পর পরস্পরের অন্তরঙ্গ বন্ধু। তাহাদের আলাপের মধ্যে কোনও লজ্জাসরম প্রকাশ পাইত না । সকল বিষয়ে পরস্পরে খোলাখুলি আলাপ ও আমোদ আহলাদ করিতেন। কোনও বিষয়ে গোপনের প্রয়োজনীয়তা তাহারা উপলব্ধি করিতেন না। ইহার অনেক দিন পূৰ্ব্বে তাহার অপর জ্যেষ্ঠ (মধ্যম) ভ্রাতা বাবু সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে "Rent Law" সম্বন্ধে একটী পুস্তিক প্রকাশিত হয়। লোকের মুখে শুনিতাম, এখানি বঙ্কিম বাবুরই রচিত। বঙ্কিম বাবু এই পুস্তিকার প্রশংসা শুনিতে বড়ই ভালবাসিতেন। একবার হাইকোর্টের বিচারপতিদের “Rent Law" (১৮৫৯ খৃষ্টাব্দের ১• জাইন)