পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ૨૪છે সম্বন্ধে প্রত্যেকের সুবিস্তীর্ণ মন্তব্য প্রকাশিত হইয়া পুস্তিকাকারে বাহির হয়। সেই মন্তব্যের মধ্যে স্থানে স্থানে সঞ্জীব বাবুর "Rent Law" সম্বন্ধীয় পুস্তিকা হইতে কোনও কোনও অংশ উদ্ধত হইয়াছিল। বঙ্কিম বাবু হাইকোর্টের বিচারপতিদের মন্তব্য-পুস্তিকা প্রাপ্ত হইবামাত্র, তযু হইতে সজীব বাবুর পুস্তিকার উদ্ধত অংশগুলি খুজিয়া বাহির করিলেন, এবং আমাকে দেখাইলেন। এই যত্ন অকৃত্রিম ভ্রাতৃস্নেহ হইতেও বিকশিত হইতে পারে। মধ্যে মধ্যে কবিবর বাবু দীনবন্ধু মিত্র ও ২৪ পরগণার Assistant District Superintendent of softonio রায় বঙ্কিম বাবুর আতিথ্য গ্রহণ করিতেন, এবং সকলে কয়েকদিন অত্যন্ত আমোদ আহলাদে থাকিতেন । ইহার" উভয়েই গবরমেণ্ট কৰ্ম্মচারী, এবং চুটীর সময় ভিন্ন প্রায়ই অপর সময়ে আসিতেন না। দীনবন্ধু বাবু বঙ্কিমবাবু অপেক্ষ। ইষ্ট চারি বৎসরের প্রবীণ হইবেন, এবং জগদীশ বাবু তাহ। অপেক্ষা আরও বার চোঁদ বৎসর প্রবীণবয়স্ক। একবার বঙ্কিম বাবুর মজিলপুরে অবস্থিতিকালে একদিন এই বাবুদ্বয় রাত্রি ৮৮॥টার সময় গাড়ী করিয়া মজিলপুরে আসিয়া উপস্থিত হইলেন। বঙ্কিমবাবু পূৰ্ব্বাহে তাহদের আগমনের কোনও সংবাদ পাইয়াছিলেন কি না, জানি না। তিনি তখন ॐशत्र প্রাত্যহিক নিয়মানুসারে অধ্যয়নে নিরত ছিলেন। তাহারা বঙ্কিমবাব: মাহাতে, উহাদের গাড়ীর শব্দ শুনিতে