পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ૨૨ જ করিতে বাধ্য হই। বঙ্কিম বাবু, ২৪ পরগণার ম্যাজিষ্ট্রেট বেনব্রিজ সাহেবের" নিকট আমার অনেক প্রশংসা করেন, তাহাতে বেনব্রিজ সাহেব আমাকে বারাসতের সবডিভিসন্তাল হেডক্লার্কের পদে মনোনীত করিয়া পাঠান। ইহার পর বঙ্কিম বাবুর সঙ্গে আমার অল্পই দেখা সাক্ষাৎ হইত। २. বঙ্কিম বাবুর বারুইপুরে অবস্থানকালে একটা দুর্ঘটনা হয়। তাহা অগ্ৰে লিপিবদ্ধ করিয়া অদ্য বিষয়ের বর্ণনে প্রবৃত্ত হইব। ইহাতে বঙ্কিম বাবুর কার্য্যতৎপরতা ও পরহিতৈষণার কিঞ্চিৎ পরিচয় পাওয়া যাইবে। একদিন মধ্যাহ্নকালে হঠাৎ বৃষ্টি আসিল। বৃষ্টি অল্পক্ষণের মধ্যেই থামিয় গেল। কিন্তু থামিতে না থামিতে ভয়ঙ্কর শব্দে একটা বজ্ৰপাত হইল। তাহার চারি পাঁচ মিনিট পরে একটা লোক দৌড়িয়া আসিয়া কাছারীতে সংবাদ দিল, “রাজকুমার বাবুর দ্বিতীয় পুত্র বজ্রাঘাতে গত্বায়ু হইয়াছে।” শুনিবামাত্র বঙ্কিমবাবু কাছারীর সমস্ত কাৰ্য্য ফেলিয় রাজকুমার বাবুর বাটার দিকে ধাবমান হইলেন। আমিও উহার স্বল্পগমন করিলাম। এই রাজকুমার বাবু বারুইপুরের জনীদ্বার রাজকুমার চৌধুরী। উহার খুঁটা ক্টোবী নূতন কাছারীর পাঁচ ছয় রশি তক্ষতে "আমরা জাহত বাটতে গিয়া দেখিলাম যে, বজটা গৃহসংস্কারে বহৃত একটা বাশের উপরেই নিপতিত হয়। বাশটা বজাধাতে শতৰা বিদীর্ণ