পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র Հ8 > থাকিতেও দেওয়ানী আদালতে র্তাহাকে মোকদম রুজু করিতেও রাজকীয় ও অন্তদীয় পক্ষ হইতে বাধা দেওয়া হইয়াছিল, তখন নামধারীর প্রতি অত্যাচারের গুরুত্ব আমরা সহজেই অনুমান করিতে পারি।” ফরাসী সম্রাট নেপোলেয়ে বোনাপার্ট সম্বন্ধে আমি বঙ্কিম বাবুর মত জিজ্ঞাসা করিয়া বুঝিতে পারিলাম যে, সে বিষয়ে ইংরাজী কুসংস্কার (English Prejudice) পূর্ণমাত্রায় তাহার চিত্তক্ষেত্রে আধিপত্য করিতেছে। তিনি উক্ত মহাত্মার প্রতি ‘নৃশংস ভিন্ন কোমলতর আধ্যা প্রদান করিতে প্রস্তুত নহেন। তিনি বোধ হয় সার ওয়ান্টার স্কট, বুরিণ, আলিসন প্রভৃতি বিপক্ষবৃন্দের জীবনচরিত ও ইতিবৃত্তসমূহ পাঠ করিয়া, মনোমধ্যে । এই ঘোর অমূলক কুসংস্কারকে বদ্ধমূল হইতে দিয়া থাকবেন ;. লাকেশ, হাজলিট, আবট, কর্ণেল নেপিয়ার, স্টুেনি প্রভৃতি ঐতিহাসিকগণের গ্রন্থের প্রতি বেশী মনোযোগ দেন নাই । বঙ্কিমবাবু ইয়ুরোপীয় ও অপর বিদেশীয় লোকের মুখে হিন্দুশাস্ত্রের উপদেশ ও তাহার ব্যাখ্যা শ্রবণ করা ভারতবাসীর পক্ষে বড়ই বিড়ম্বন মনে করিতেন। এ জন্য তিনি আণী বেসান্ট প্রভৃতির বক্তৃতাদির প্রতি কোনও অনুরাগ প্রদর্শন করেন নাই । বরং তিনি শ্রদ্ধাপদ শশধর তর্কচূড়ামণি প্রভৃতি দেশীয় পণ্ডিতগণের শাস্ত্র-ব্যাখ্যা ও বক্তৃতাদির প্রতি আকর্ষণ দেখাইয়াছিলেন। বঙ্কিমবাবু একদিন আমাকে জিজ্ঞাসা করিলেন যে, “এখন সিদ্ধযোগী পাওয়া য় কি না ?” আমি উত্তরে বললাম, “সিদ্ধ