পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8२ বঙ্কিম-প্রসঙ্গ যোগী অবশুই পাওয়া যায়, কিন্তু স্কুলের ভাগে হারে १ुनिলাভ বা তাহদের উপদেশলাত ঘটিয়া উঠে না। তজ্জন্ত পাত্রের সৌভাগ্য ও মুকুতির অপেক্ষা করে।” “যোগ” সম্বন্ধে তাহার সঙ্গে আমার বাক্যালাপের নিষেধাজ্ঞা ছিল, তিনি তাহা জানিতেন । এ জন্য সে সম্বন্ধে কোনও কথা আমাকে কখনও জিজ্ঞাসা করেন নাই। যদিও প্রথমে এই জন্যই আমার সঙ্গে দেখা করিবার প্রয়াসী হইয়াছিলেন। তিনি একদিন আমাকে জিজ্ঞাসা করিলেন যে, “কালীনাথ! তুমি কোনও প্রকার মন্ত্রশক্তিতে বিশ্বাস কর কি না ?” আমি বলিলাম, “আমি খুব বিশ্বাস করি। আমার এক জন বিশ্বস্ত বন্ধু আছেন। তিনি ময়মনসিংহের অন্তর্বর্তী যুক্তাগাছার এক জন জমীদার। কামাখ্যা হইতে একটী ব্রাহ্মণতনয় অনেক মন্ত্রাদি শিখিয়া আসিয়া তাহার সঙ্গে সাক্ষাৎ করেন। আমার বন্ধুটী তাহার কাছে তৎ-শিক্ষিত কোনও মন্ত্রের শক্তি সম্বন্ধে সাক্ষাৎপরিচয় দেখিতে চান। তাহাতে ব্ৰাহ্মণতনয় একটী উদ্ভিদ-লতার উপর তাহার শিক্ষিত মন্ত্রের শক্তি প্রয়োগ করিলেন । মন্ত্র-শক্তি-বলে লতাটী যে দিকে ছিল, ঠিক তাহার বিপরীত দিকে, সকল বাধা অতিক্রম করিয়া আসিয়া, মুস্থির হইল।” আমার কথা শেষ হইবামাত্র বঙ্কিমবাবু, বলিয়া উঠিলেন যে, তিনি ঠিক ঐ মন্ত্রটা জানেন।. সেই মন্ত্রট কোনও মানুষের প্রতি প্রয়োগ করিলেও মানুষের মন মন্ত্রপ্রযোক্তার ইচ্ছার বশীভূত হয়। তিনি এই মন্ত্রটার কোনও বিপ