পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮈ©by বঙ্কিনপ্রল কথাই কষ্টে বানান করিয়া পড়িতে হইত ; তাহাতে শ্রোতদিগের অর্থবোধ হওয়া দূরে থাকুক, ধৈর্য্যচুক্তি ঘটিত। কিন্তু “মহারাজে”র ভয়ে কেহই উঠিয়া যাইতে পারিত না। "মহারাজ” বুঝাইয়া দিয়াছিলেন যে, রামায়ণ-পাঠ শুনিতে শুনিতে উঠিয়া যাইলে মহাবীর কুপিত হন, আর র্তাহার ক্রোধ হইলে কিছুতেই ঐরামচন্দ্রের কৃপালাভ হয় না ; পরন্তু রামায়ণ-পাঠ শুনিলে ধনেপুত্রে লক্ষ্মীলাভ হয়। এখন, বেচারা মেঘার বড়ই অর্থকষ্ট ছিল ; পঞ্চাশতপরায়ণ ফুলুরীওয়ালারও তখন পর্যন্ত পুত্র মুখদর্শন ভাগ্যে ঘটে নাই। কাজেই তাহারা প্রাণপাত করিয়া পাঠ শুনিত। কিন্তু এ দিন বড়ই দুৰ্দৈব ঘটিয়াছিল। পাঠক মহারাজ বহু বিলম্বে এক একটি শব্দের বানান নিম্পন্ন করিতেছিলেন ; সম্ভবতঃ তাহা শ্রোতাদিগের একপ্রকার অসহ হইয়া উঠিয়াছিল। কাজেই অল্পবয়স্ক যুবক মেঘ সহিসের ঢুলুনি আসিতেছিল;তাহার, অন্তরাত্মা তাহাকে ঘুমাইবার জন্য গালি পাড়িতেছিল ; কিন্তু ব্ৰহ্মবাক্যে তাহার অটল আস্থাবশতঃ সে তখনও কোনরূপে বসিয়াছিল। পাঠক-মহারাজ পড়িবার জগ্রে বানান করিতেছিলেন,— “প-প-প ; র-র ; পর-ম, ম ; পরম—ইত্যাদি।" “মহারাজ” এইরূপ বানান করিতেছিলেন, এবং এক একবার "জারে মেঘুম্বা " বলিয়া নিদ্ৰালু মোকে শাসাইতেছিলেন। তদুত্তরে মেঘ প্রতিবারেই চমকিয়া উঠিয়া “শুনতেহেঁ মহারাজ !” কথাটি উচ্চারণ করিতে না করিতেই মিত্র-প্রভাবে আবার নতশির হইতেছিল।