পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“গীতা”র কথা । ー、ネタ驚子。ー সে আজ প্রায় পঁচিশ বৎসরের কথা—যেদিন প্রথম বঙ্কিমচক্সের সহিত সাক্ষাৎভাবে পরিচিত হইয়াছিলাম। তখন বঙ্কিমবাবু ডেপুটগিরি হইতে অব্যাহতি লাভ করিয়া পটলডাঙ্গার প্রতাপ চাটুয্যের লেনস্থ বাটতে বাস করিতেছিলেন। ইহার পূৰ্ব্বেও দুই তিনবার প্রকাশ্য সভায় বঙ্কিমচন্দ্রের দর্শনলাভ ঘটিয়াছিল—কিন্তু তাহা দূর হইতে ; আলাপ পরিচয় ঘটে নাই। আমি তখন বঙ্কিমচন্দ্রের এক জন অম্বুরাগী ভক্ত ছিলাম—‘ছিলাম কেন বটু, এখনও আছি। যখন স্কুলে পড়ি, সেই অবস্থাতেই ভক্তির পূর্ধ্বরাগে হৃদয় আপ্লুত হইয়াছিল। অতএব প্রথম দর্শনে বঙ্কিমচন্দ্রকে সন্ত্রমমিশ্রিত ভক্তিভরে প্রণাম করিয়াছিলাম। আমার তখনকার অবস্থা সেক্সপীয়র অমর ভাষায় বর্ণন করিয়াছেন ;– Thus, Indian like 崇 崇 I adore The sun, that looks, upon his worshipher But knows of him no more. এই ভাবে কত বৎসর কাটিয়াছিল ; ইতিমধ্যে আমি কলেজ ছাড়িয়া কৰ্ম্মক্ষেত্রে প্রায় প্রৰিষ্ট হইতে বসিয়াছিলাম ; এমন সময় ভাগ্যদেবী একদিন আমাকে বঙ্কিমচন্ত্রের কলিকাতার বাসায় উপনীত করাইলেন ।