পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 Φίγ বঙ্কিম-প্রসঙ্গ উপলক্ষ্যটা বলি। ইহার কিছুদিন পূৰ্ব্বে আমরা শোভা বাজারের রাজা বিনয়কৃষ্ণের বাড়ীতে বঙ্গীয় সাহিত্য-পরিষদের প্রতিষ্ঠা করিয়াছিলাম। লিওটার্ড নামে এক জন আধা-ইংরেজ আধা-ফরাসী সহৃদয় ভারতভক্ত সাহেব ও আমার স্বর্গগত বন্ধু ক্ষেত্রপাল চক্রবর্তী ইহার সম্পাদক হইয়াছিলেন। আমিও এক জন ছোটখাট পাও| ছিলাম। তখন বঙ্গীয় সাহিত্য *fastwa at: foot-The Bengal Academy of Literature । ইহা সভাপতি ছিলেন রাজা বিনয়কৃষ্ণ। বঙ্কিমবাবু যাহাতে এই সভার সহিত সংযুক্ত হন, তজ্জন্ত আমাদের সকলেরই আগ্রহ ছিল। তাহার সন্মতিসংগ্রহন্ধপ দৌত্যকার্য্যে নিযুক্ত হইয়া, তাই ক্লানও এক অপরাহ্নে আমি বঙ্কিমবাবুর পটলডাঙ্গার বাড়ীতে উপস্থিত হইলাম। আমার সঙ্গী ছিলেন ‘যৌবনে যোগিনী’ প্রভৃতি গ্রন্থ-প্রণেতা ঐযুক্ত গোপালচন্দ্র মুখোপাধ্যায়। ইনিই ছিলেন প্রধান দূতআমি সহকারিমাত্র । গোপালবাবু বঙ্কিমচন্দ্রের সুপরিচিত—কতকটা স্নেহপাত্রও ছিলেন। তিনি তখন কবিবর ঈশ্বরচন্দ্র গুপ্তের রচনাবলির সংগ্রহ ও সম্পাদনে নিযুক্ত ছিলেন—বঙ্কিমবাৰু ইহার ভূমিকা লিখিতে প্রতিশ্রুত হইয়াছিলেন । কিন্তু আমি বঙ্কিমচন্দ্রের সম্পূর্ণ অপরিচিত। অতএব এই উপদুতের কার্য্য করিতে আমি বিশেষ সঙ্কোচ বোধ করিতেছিলাম। বিশেষতঃ তখন পর্যান্তু আমি সাহিত্যিক্ষ বলিয়া পরিচিত হই নাই, যদিও