পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমবাবু 設w ● সরলতার সহিত স্বীকার করিলেন যে, তাহার পুস্তকের দোকান তখন বেশ চলিতেছে । তিনি S. K. Lahiri নামেই অভিহিত। তিনি ভাবিলেন, তাহাকে প্রকাশক করিবার জন্তই বুঝি বঙ্কিমবাবু ডাকিয়াছেন । তিনি বঙ্কিকবাবুকে প্রণাম করিয়া দাড়াইলেন, এবং পরিচয় দিলেন যে, তিনি S. K. Lahiri । বঙ্কিমৰাবু শুনিয় তাহাকে কোনও উত্তর না দিয়া চীৎকার করিয়া বলিলেন, “উমাচরণ, উমাচরণ, তুমি কাকে ডাকিয়াছ ? আমি যে রামতনুবাবুর ছেলে শরৎকে ডাকিতে বলিয়াছিলাম।” শরৎবাবু অভিপ্রায় বুঝিয়া ক্ষমা চাহিয়া বলিলেন, “আমিই শরৎ ” তখন তিনি হাসিয়৷ জিজ্ঞাসা করিলেন, “কৃষ্ণনগরে বখন তোমাদের বাটীতে গিয়াছিলাম, আমার কাছে ফটো চাহিয়াছিলে ;—মনে পড়ে ?" শরৎবাবুর সে কথা আদৌ স্মরণ ছিল না, বঙ্কিমবাবু বলিবার পর তাহার মনে পড়িল । বঙ্কিমবাবু আবার বলিলেন, “আমি আবার ফটাে তুলিয়েছি, প্রথম উপহার তোমার জন্তা রাখিয়াছি।” বঙ্কিমবাবু যে এই সামান্ত কথাও বিস্মৃত হন নাই, তাহ দেখিয়া শরৎবাবু চমৎকৃত হইলেন। এইরূপ সামান্ত কথা স্মরণ রাখিবার ক্ষমতার পরিচয় আমিও একবার পাইয়াছিলাম। University nstituteএ বেদের সম্বন্ধে ধারাবাহিক বক্তৃতা করিবার বন্দোবস্ত হয়। বঙ্কিমবাবুর প্রথম বক্ততা আমি শুনিতে গিয়াছিলাম। বহুজনতার জন্য কিছুই শুনিতে ন পাইয়া ইতাশ হইয়া দুঃখিত-গ্ৰস্তঃকরণে চলিয়া আসিলাম ।