পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

窓b"8 বঙ্কিম-প্রসঙ্গ ইহার কিছুদিন পরে তাছার বাটতে গিয়াছিলাম। জিজ্ঞাসা করিয়াছিলাম, বক্ত তাটি ছাপা হইবে কি না ? তিনি বলিলেন, University Magazinecą głosi হইবে। পরে অন্ত কথা হইয়াছিল। বক্ত তাটি পড়িবার জন্ত আমার অব্যক্ত আগ্রহ তিনি বুঝিয়াছিলেন। ইহার পর তামার তৃতীয় অগ্রজ বঙ্কিমচন্দ্র বঙ্কিম বাবুর সহিত দেখা করিতে যান। আসিবার সময় বঙ্কিমবাবু তাহাকে বলিলেন, “এই Magazineটি তুমি ললিতকে দিও, তাহার আমার ৰক্ত তাটি পড়িবার ইচ্ছা আছে।” আমি কাগজ পাইয়া আশ্চৰ্য্যাম্বিত হইলাম। তিনি যে আমার আগ্রহটি মনে রাখিয়াছেন, তাহাতে কৃতজ্ঞতায় হৃদয় আপ্লুত হইল। যে অংশ প্রকাশিত হইয়াছিল, পড়িয়ছিলাম। বড়ই দুঃখের বিষয়, অচিরেই তাহার মৃত্যু ঘটিল। সে বক্তৃত সম্পূর্ণ হইল না। বঙ্গদেশের কেন, সমস্ত শিক্ষিত-জগতের দুর্ভাগ্য যে, ঐ বক্তৃত সম্পূর্ণ না করিয়া তিনি কালগ্রাসে পতিত হইলেন। Vedic Literature সম্বন্ধে ইহা যে এক অমূল্য পদার্থ হইত, সে বিষয়ে সন্ধেহ নাই। এইবার তাহার সাহিত্য-জীবনের ক্রমোন্নতির অবতারণা করিয়া উপসংহার করিব । সাহিত্য-জীবনের শৈশবকাল তিনি ঈশ্বর গুপ্তের ‘সাহিতাপাঠশালা’য় অতিবাহিত করেন । এই সময়ে তাহার দুই জন সতীর্থ ছিলেন–৮দ্বারিকানাথ অধিকারী ও y দীনবন্ধু মিত্র। গুপ্ত কবি ইহাদের তিন জনকে বড়ই স্নেহ করিতেন,