পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমবাবু २b~6 এবং সৰ্ব্বতোভাবে উৎসাহ দিতেন। একবার ইহাদের তিন জনকে পুরস্কার দিয়াছিলেন। ইহাদের কখনও কখনও কবিতায় কলহ হইত। সে সব কবিতা “কলেজীয় কবিতাযুদ্ধ” নামে অভিহিত হইয়াছিল। প্রভাকর-পাঠে জানা যায় তদানীন্তন লোকে ইছাদের দ্বারা অদূর ভবিষ্যতে সাহিত্যে যুগান্তরের প্রত্যাশা করিয়াছিল। সে আশাও পূর্ণ হইয়াছিল। তবে বঙ্গসাহিত্যের গুর্ভাগ্যবশতঃ yদ্বারিকানাথ অধিকারী 'নীলদর্পণ’ ‘দুর্গেশনন্দিনীর দ্যায় কোনও পুস্তক রচনা করিবার পূৰ্ব্বেই অকালে কালের করাল কবলে নিপতিত হইলেন। তাহার প্রতিভা মুকুলেষ্ট শুখাইয়া গেল। অপর দুই জন সাহিত্যের বিভিন্ন বিভাগ অবলম্বন করিয়া নুতন যুগের স্বষ্টি করিলেন । এই সময়ে তাঙ্গাদের আর এক জন সহযোগী ছিলেন–মাইকেল মধুস্তদন দত্ত। কাব্যে ও নাট্যে ও উপন্যাসে তাহার এক সময়েই বাজত্ব করিয়াছিলেন। তিন পুণ্য-শ্রোতস্বিনীর হার একত্র যুক্ত হইয়া সাহিত্য ক্ষেত্র পবিত্র করিয়াছিলেন। তাঙ্গদের সঙ্গমকে সাহিত্যের প্রয়াগতীর্থ বলা যাইতে পারে। যদি বিদেশী উপম অবলম্বন করা যায়, তাহা হইলে, বঙ্গ সাহিত্যের এই দিব্য যুগকে Literary Triumvirate zfĦH নির্দেশ করা যাইতে পারে। মধুসূদন itaas g xfxtsa Literary Triumvirs <l *f*f®* ত্রয়াধিপ ছিলেন। এই ভাব অবলম্বনে মৎকর্তৃক রচিত একটি সনেটের শেষ ছয় চরণ উদ্ধত করিলাম,—