পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্কৰ-প্রসর وه بR মহাকবি মাইকেল পুরুষ বিরাট, হাস্তসিন্ধু দীনবন্ধু দীনের তারণ, বঙ্কিম মাধুৰ্য্যমণি কোরকসম্রাট, একাধারে রাজ্যদণ্ড করিল ধারণ । ধষ্ঠ মাতা বঙ্গভাষা বড় ভাগ্য জোর, সাহিত্যিক ত্রয়াধিপ সিংহাসনে তোর। বঙ্গসাহিত্যের, বঙ্গদেশের, বঙ্গসমাজের, চির আক্ষেপের বিষয় এই যে, এই ত্রয়াধিপের দুই জন—মধূস্থদন ও দীনবন্ধু ১২৮• সালে, চারিমাস ব্যবধানে স্বর্গারোহণ করেন। র্তাহাদের পরলোকগমনের পর ‘কোরকসমাট’ বঙ্কিমচন্দ্র একছত্র সম্রাট হইলেন। সম্রাটের কার্য্য – পালন ও শাসন করা । বঙ্কিমচন্দ্র এ দুই কাৰ্য্যই সম্যকভাবে সম্পন্ন করিয়াছিলেন। তিনি যেমন স্বীয় কল্পনাপ্রস্থত বচনায় সাহিত্যের পুষ্টিসাধন করিতে লাগিলেন, তেমনই অপর দিকে সমালোচনার তীব্র কশাঘাতে সাহিত্যে জঞ্জালের প্রবেশ রুদ্ধ করিতে লাগিলেন। তিনি বিশ বৎসর ষাৰৎ সম্রাটের সিংহাসন অধিকার করিয়াছিলেন । রবীন্দ্রবাবু বঙ্কিমচন্দ্রের এই পালন ও শাসন কার্য্যের জন্ত র্তাহাকে সাহিত্যের সব্যসাচী বলিয়। বর্ণনা করিয়াছেন। এই ভাব অবলম্বনে মৎকর্তৃক রচিত আর একটি সনেটের শেষ ছয় চরণ উদ্ধৃত করিয়া বিদায় গ্রহণ করিব,— এক হস্তে দিব্য তান বীণার ঝঙ্কার, অন্ত হস্তে শক্তিশেল কঠোর-সন্ধান,