পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্কিমবায়ু २b~* দিগন্তব্যাপিনী করি প্রতিভা অপার, আপনার সিংহাসন করিবে মহান। সাহিত্যের রাজস্বয় তব অনুষ্ঠান, জীবনের মহাব্ৰত পূর্ণ সমাধান । শ্রীললিতচন্দ্র মিত্র। ‘বন্দে মাতরম্ । هسحهمسحساسیسم ‘বন্দে মাতরং রচিত হইবার পরে বঙ্কিমচন্দ্রের গৃহে তদানীন্তন সুকণ্ঠ গায়ক ভাটপাড়ার স্বর্গীয় যদুনাথ ভট্টাচাৰ্য্য মহাশয় ইহাতে সুরতাল সংযুক্ত করিয়া প্রথম গাইয়াছিলেন। সেই দিন বিখ্যাত “বঙ্গদর্শন” পত্রের কার্য্যাধ্যক্ষ পণ্ডিত শ্ৰীযুক্ত রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় তথায় উপস্থিত ছিলেন। কাৰ্য্যামুরোধে বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কিসে “বঙ্গদর্শনে’র পৃষ্ঠা সত্বর পূরিত হয়, সেই দিকেই লক্ষ্য ছিল। তিনি বঙ্কিমচন্দ্রকে বলিয়াছিলেন, গান যাহাই হউক, বন্দে মাতরং দ্বারা “বঙ্গদর্শনে’র পেট ভরিবে না। আপনি একখানি উপন্যাস লিখিতে আরম্ভ করুন। তদুত্তরে বঙ্কিমচন্দ্র কহিয়াছিলেন, এ গানের মৰ্ম্ম তোমরা এখন বুঝিতে পারিরে না ; যদি পাঁচশ বৎসর জীবিত থাক, তখন দেখিবে, এই গানে বঙ্গদেশ মাতিয়া উঠিৰে। মহাঋষির এই ভবিষ্যদ্বাণী যে আজ সত্যে পরিণত হইয়াছে, তাহ আর কাছাকেও বুঝাইতে হইবে না।