পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミbrb বঙ্কিম-প্রসঙ্গ আজ সোনার বাঙ্গালার কানন প্রান্তর বন্দে মাতরং ধবনিতে প্রতিধ্বনিত ; আবালবৃদ্ধবনিত সকলের কণ্ঠেই বন্দে মাতর নিনাদিত। বন্দে মাতরং রবে প্রবাহিণীকুল কল্লোলিত ও গিরিমাল মুখরিত। স্বয়ং শব্দগুণময় অন্তরক্ষ আজ বন্দে মাতর মন্ত্রে বিকম্পিত। বঙ্কিমচন্দ্রের এই ভবিষ্যদ্বাণী আমি পূৰ্ব্বেই তাহার কনিষ্ঠ ভ্রাতা জনায় শ্ৰীযুক্ত পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের নিকট শুনিয়াছিলাম। গত ১৫ই আষাঢ় । যে দিন রথোৎসব উপলক্ষে কলিকাতার “বন্দেমাতরং সম্প্রদায়" বঙ্কিম তীর্থে গমন করেন, সেইদিন সৌভাগ্যক্রমে পণ্ডিত রামচন্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সহিত আমার সাক্ষাৎ হয়, এবং তাহার নিজের মুখ হইতে এই ঘটনাটি শুনিবারও সুযোগ হইয়াছিল। অনেকের বিশ্বাস স্বদেশ-প্রতিমার স্তব করিবার জন্তা “আনন মঠে” বন্দে মাতরং সন্নিবিষ্ট হইয়াছে। কিন্তু এক্ষণে জানা যাইতেছে যে, “আনন্দমঠে”র কল্পনার পূৰ্ব্বে বলে মাতরং মন্ত্র উদারিত হইয়াছিল । স্থিরভাবে চিন্তা করিলে প্রতীয়মান হইবে যে, “আনন্দ-মঠে” বঙ্কিমচন্দ্র বনে মাতরং মন্ত্রের কবিত্বময়ী ব্যাখ্যা করিয়াছেন। উপ্রহাস-ভার, দেখিলে-আনন্দমঠ উদেণ্ঠমূলক বলিয়া পরিগণিত হয়, এবং এই জন্তই (বঙ্কিমচন্দ্র ইহাকে কাব্যাংশে নিকৃষ্ট বলতেন। ोडाइब शुक्लब कसिरू भारु পূৰ্ব্বে আমি এক দিন তাহার শ্ৰীচরণ দর্শন করিতে যাই।

  • ००० 8 मॉल ?