পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘বন্দে মাতরম’ *brs কৌতুহলপরবশ হইয় তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলাম যে তাহার কোন উপন্যাস সৰ্ব্বোৎকৃষ্ট? তিনি বলিয়াছিলেন, কৃষ্ণকাস্তের উইল, বিষবৃক্ষ, এবং নূতন সংস্করণের রাজসিংহ। আনন্দ-মঠের উল্লেখ না শুনিয়া আমি বিস্থিত হইয়াছিলাম। প্রথমাবধি আমি আনন্দ-মঠের পক্ষপাতী। হয় ত আনন্দমঠের উৎসর্গের সহিত বঙ্কিমচন্দ্রের – “ক্ষণভিন্নসৌহৃদ” আমার স্বৰ্গীয় পিতৃদেব দীনবন্ধু মিত্রের স্মৃতি জড়িত থাকা— পক্ষপাতের অন্যতম কারণ। আমি তাতাকে নিবেদন *footfoto Co., “as a patriotic work attoo.o. অতুলনীয়।” তিনি বলিলেন, “ও senseএ খুব ভাল বটে, কিন্তু উহাতে art কম।” আনন্দমঠ উদেখমূলক ੇ আমরা বলিতে পারি যে, বন্দে মাতরং মন্ত্র ইহাকে মাধুর্যময় ও পবিত্রতাপূর্ণ করিয়াছে। আর একটি বিষয়ে বঙ্কিমচন্দ্রের ভবিষ্যৎ দৃষ্টির পরিচয় পাওয়া যায়। তাহার আদেশ ছিল, বেন তাহার মৃত্যুর পর দ্বাদশ বৎসর পর্য্যন্ত র্তাহার জীবনী অপ্রকাশিত থাকে । আজ দ্বাদশ বৎসর উত্তীর্ণ হইয়াছে। পূৰ্ব্বে তিনি সাহিত্য-জগতের একছত্র অধিপতি বলিয়া সম্মানিত ও আদৃত হইতেন ; কিন্তু আজ তিনি বন্দে মাতরং মন্ত্রের ঋষি বলিয়া সৰ্ব্বত্র পূজিত। কে বলিতে পারে, তাহার আদেশবাণী বর্তমান যুগবিপ্লবের সহিত সংশ্লিষ্ট নহে ? শ্ৰীললিতচন্দ্র মিত্র ।