পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Φο φ बशि छ्। অহঙ্কারের কিয়দংশ বোধ হয় তাহার পুরুষোচিত সৰ্ব্বাঙ্গমুন্দর দেহের অহঙ্কার। ‘বোধ হয়’—বলিবার উদ্দেশ্য এষ্ট ষে উত্তরকালে তাহার নিকট, (অন্তদীয় সাহায্য ব্যতিরেকে ) পরিচিত হইবার সময়ে বা তৎপরে কখনও তাহার অহঙ্কারের পরিচয় পাই নাই। তিনি সৰ্ব্বদা সরল লোকের ন্যায় সহজ ব্যবহারই করি তেন। তষ্টতে পারে, হয় ত বা আমি তাহার অহঙ্কার-প্রদর্শনের যোগ্য পাত্র ছিলাম না। দেখিতে গিয়াছিলাম বিবাহ-বিচার, কিন্তু সে সব ভুলিয়া । দেখিয়াছিলাম—নয়ন ভরিয়া পরমানন্দে দেখিয়াছিলাম বঙ্কিম | বাবুকে । আমার দ্বিগুণ বয়সের বিচারক বঙ্কিমচন্দ্র বিচারাসনে উপবিষ্ট, আর তামি র্তাহার অৰ্দ্ধেক বয়সের বিদ্যালয়ের ছাত্র। পাঠক হয় ত বলিবেন, আমি রসজ্ঞ বালক ছিলাম। কিন্তু সে কথার উত্তর দিবার প্রয়োজন দেখি না ; কারণ, এক বৎসর বয়স্ক বালকও ফুলের শোভায় মুগ্ধ হইয়া থাকে। আমিও তেমনই বঙ্কিম-সৌন্দর্য্যে মুগ্ধ হইয়াছিলাম। প্রকৃত কথা এই যে, সেদিন আদালতে বহু উকীল মোক্তার উপস্থিত ছিলেন ; পক্ষাপক্ষ আমলা ও অসংখ্য দর্শকে আদালতগৃহ পূর্ণ হইয়াছিল ; সেই জনমণ্ডলীর মধ্যস্থলে রাজাসনে উপবিষ্ট রাজযোগ্য-শোভামণ্ডিত বঙ্কিমচন্দ্রকেই দেখিয়াছিলাম। র্তাহাকে দেখিয়া একটা রূপবান পুরুষ, অথবা স্বৰ্গচ্যুত বিদ্যাধর বলিয়া মনে হইয়াছিল। সেদিনকার সে স্মৃতি আজিও নয়নে লাগিয়া আছে। প্রথম পরিচয় দিনে প্রসঙ্গক্রমে র্তাহার নবীন বয়সের সে