পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-ৰঙ্কিম-প্রসঙ্গ סאמסא চাটুৰ্য্যের গলিতে বাস করিতেন। বাড়ীখানি সাদাসিধে। প্রবেশদ্বারের সন্মুখে গলির উপর কাশ্মীরী বারান্দা ঝুঁকির অাছে। ইহা একটু নুতন । আমরা পূৰ্ব্বাস্ত হইয়া বাড়ীতে প্রবেশ করিলাম। জামাদের দক্ষিণে, দ্বারের পার্শ্বে ই জলের কল। সেই কলে বঙ্কিম বাবুর খানসামা ছক ফিরাইতেছিল। আমি জিজ্ঞাসা করলাম, * বঙ্কিম বাবু বাড়ী আছেন ?” তৃত্য উত্তরে জিজ্ঞাসা করিল, “আপনাদের কি দরকার "আমি চটিয়া লাল। বলিলাম “বঙ্কিম বাবুর কাছে কি দরকার—তা তোকে বলিব কি রে! তাহ। হইলে তোর কাছে আসিলেই চলিত। মর—, তুষ্ট খবর দে !” যুী আমার জামা ধরিয়া টানিতেছিল, এবং মৃদুস্বরে বলিতে ছিল, “কর কি ? তোমার সঙ্গে কোথাও আসিতে নাই। এসেই দাদা ! চুপ , চুপ ” ইত্যাদি। বঙ্কিম বাবুর থানলাম। কি বলিতে মাইতেছিল, এমন সময়ে শুনিলাম, উপর হইতে কে বলিতেছেন,—“আপনার উপবে জানুন।” চাহিয়া দেখিলাম, প্রাঙ্গণের দক্ষিণে দ্বিতলের বাতায়নে এক “শালগ্ৰাংগু, মহাভূজ”, গৌরবর্ণ সুপুরুষ—তাঙ্গার ডান হাতে বাধা ছ কা—তামাক থাইতেছিলেন,—প্রশান্ত মুখে স্নিগ্ধ স্মিতরেখা – উদার ললাটে—তখন কি দেখিয়াছিলাম, মনে নাই ; কিন্তু এপন মনে হইতেছে, কীৰ্ত্তিকুসুমের মালা নয়, মনীষার বেদী নয়, প্রতিভার কমলাসন নয়,—মা’র আশীৰ্ব্বাদ । খানসাম বলিল,—“বাৰু!”